শাশুড়ি হিসেবে নীতু কাপুর কেমন? সাম্প্রতিক সাক্ষাৎকারে মায়ের প্রশংসায় পঞ্চমুখ ঋষি-কন্যা রিদ্ধিমা কাপুর সাইনি। তিনি বলেছেন, ‘রণবীরের স্ত্রী তথা নিজের পুত্রবধূকে রানীর মতো আদর-যত্নে রাখবেন মা। এতটাই আদর দেবেন যে বাঁদরে পরিণত হবে বউদি।‘ মা, তাঁর পুত্রবধূকে নিঃস্বার্থে সবকিছু দেবেন। কোনও ব্যাপারেই নাক গলাবেন না। সবকিছু করতেই জায়গা দেবেন। এমন দাবি সাক্ষাৎকারে করেন রিদ্ধিমা।
২০১৮ থেকে সম্পর্কে রণবীর-আলিয়া। ব্রহ্মাস্ত্র ছবির সেট থেকে এই সম্পর্কের শুরু। ইতিমধ্যে একাধিকবার দু’জনের বিয়ে নিয়ে গুঞ্জন উঠলেও, এখনও কোনও সরকারি ঘোষণা নেই। তবে কাপুর পরিবারের নানা অনুষ্ঠানে প্রথমসারিতেই দেখা যায় আলিয়াকে।
Advertisment
রণবীরের মা অর্থাৎ হবু শাশুরির সঙ্গে আলিয়ার সম্পর্ক বেশ মধুর। এই দু’জনকে একসঙ্গে সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। সম্প্রতি নীতু সিংয়ের জন্মদিনে আলিয়া একটি ছবি শেয়ার করে লেখেন, ‘সবচেয়ে শক্ত এবং সুস্থ মানুষটিকে শুভ জন্মদিন।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন