গতবছর তাঁর বাড়ির পার্টিতে কোনওরকম মাদক সেবন করা হয়নি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সমনের পালটা উত্তর দিলেন বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহর (Karan Johar)।
বৃহস্পতিবারই বলিউড পরিচালককে সমন পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সংস্থার তরফে। জল্পনা অবশ্য অনেক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল, তবে এবার বাস্তবেই এনসিবির তরফে ডাক পেলেন করণ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানাভাবে সমালোচিত হয়েছিলেন তিনি। আর সেই বিতর্কের যজ্ঞেই যেন ঘৃতাহূতির মতো কাজ করেছিল করণের বাড়িতে তারকাখচিত এক পুরনো পার্টির ভিডিও। যা দেখে অনেকেই মাদক সেবনের অভিযোগ তুলেছিলেন। স্বাভাবিকবশতই বলিউডের মাদকযোগ মামলায় সেই ভিডিওর প্রেক্ষিতে এনসিবির নজর পড়ে করণ জোহরের উপর। তার ভিত্তিতেই করণকে সমন পাঠিয়ে ওই বিতর্কিত পার্টির যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। তার প্রেক্ষিতে এদিন এনসিবিকে নিজের বয়ান পাঠান করণ।
শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে পাঠানো উত্তরনামায় পরিচালক সাফ জানিয়ে দেন যে, "২০১৯ সালে তাঁর বাড়িতে যে পার্টির আয়োজন করা হয়েছিল, তাতে কেউ কোনওরকম মাদক সেবন করেননি।" এমনটাই জানা গিয়েছে এনসিবি সূত্রে। উল্লেখ্য এই পার্টিতেই কিন্তু হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, মালাইকা অরোরা, ভিকি কৌশল থেকে শুরু করে অর্জুন কাপুর এবং শাহিদ কাপুরের মতো তারকারা। আর সেই পার্টিরই এক ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল তুঙ্গে। উল্লেখ্য, পার্টির সমস্ত বৈদ্যুতিন প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্রও দেখতে চাওয়া হয়েছিল করণের কাছে। যা পরিচালক ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে।
প্রথম যখন ভিডিওটি ভাইরাল হয়েছিল, তখনই মাদক সেবনের অভিযোগ উঠেছিল পার্টিতে হাজির থাকা তারকাদের বিরুদ্ধে। কিন্তু পরে তা নিয়ে সেরকম কোনও হইচই আর হয়নি। তবে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর শিরোমণি অকালি দলের নেতা মনজিন্দর সিং সিরসা সেই পুরনো ভিডিওকেই হাতিয়ার করে তোলে বলিউডের সঙ্গে মাদকচক্র যোগের অভিযোগে। এরপর চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভাইরাল ভিডিওটির ফরেনসিক রিপোর্ট আসে এনসিবির হাতে। এরপরই টুইটে করণ জোহরকে আক্রমণ করেন তিনি। তাঁকে মাদকচক্রের ‘মূল পাণ্ডা’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারিও দেন।