New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/noble.jpg)
নোবেলের এই পারফরমেন্স মনে রাখার মতো...
Noble Man Best Songs: নোবেল এই বাংলা থেকে জনপ্রিয়তা পেয়েছেন। সারেগামাপার যেই সিজনে তিনি এসেছিলেন, তাকে নিয়ে প্রচন্ড মাত্রায় আলোচনা হত। তিনি গান গাইতে আসলেই সমস্ত বিচারকরা নড়েচড়ে বসতেন।
নোবেলের এই পারফরমেন্স মনে রাখার মতো...
বাংলাদেশের দ্যা নোবেল ম্যানকে নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে! বাংলাদেশের এই গায়ক খ্যাতি পান ভারতে এসে। এদেশের সারেগামাপা থেকেই তাঁর পরিচিতি। রক সঙ্গীত থেকে দেশাত্মবোধক সঙ্গীত নানা দিকেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন এই শিল্পী। নোবেল মানেই স্টেজে এমন কিছু হবে, যা দেখে দর্শকরা এবং বিচারকরা লাফিয়ে উঠবেন।
নোবেল এই বাংলা থেকে জনপ্রিয়তা পেয়েছেন। সারেগামাপার যেই সিজনে তিনি এসেছিলেন, তাকে নিয়ে প্রচন্ড মাত্রায় আলোচনা হত। তিনি গান গাইতে আসলেই সমস্ত বিচারকরা নড়েচড়ে বসতেন। যেহেতু রক মিউজিকের দিকে বেশি ঝোঁক ছিল তার, সে কারণেই তার গানে কোমর দোলানো সম্ভব না হলেও, তিনি সকলকে দাঁড়িয়ে পড়তে বাধ্য করতেন। বলা উচিত সেই সময় নোবেল গান গাইতে উঠলেই বিচারকরা, নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে পড়তেন। কেউ কেউ তো প্রত্যেকটা পর্বে নোবেলকে গিয়ে জড়িয়ে ধরতেন। শুধু তাই নয়, একাধিক পর্বে তিনি গোল্ডেন গিটার পেয়েছিলেন।
নোবেল কে নিয়ে যে এই বাংলায় বাড়াবাড়ি হতো, সে কথা অস্বীকার করার নয়। এবং বলা উচিত, তসলিমা নাসরিন পোস্টে যে উল্লেখ করেছেন যে নোবেল কি আদৌ এত ভালো গায়? তাকে নিয়ে পশ্চিমবঙ্গের শিল্পীর আদিখ্যেতা করত, এই বক্তব্য কিছু অংশ হলেও ঠিক। বিশেষ করে নোবেল যখন এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হলেন না, তখন সারেগামাপার বিরুদ্ধে এবং সেখানকার বিচারকদের নিয়ে নানা মন্তব্য করেন তিনি। ক্ষোভ উগরে দেন। তবে, এমন ৫টি গান যা শুনে বিচারকরা শিট ছেড়ে দিয়েছিলেন, সেই প্রসঙ্গে যানেন?
১. বেঁচে থাকার গান: বাস্তবে এই গান গেয়েছিলেন রুপম ইসলাম। এবং সারেগামাপার মঞ্চে অনুপমের সহযোগে এই গান গেয়েছিলেন নোবেল। তাঁর এই গান শুনে চমকেছিলেন অনেকেই।
২. রঞ্জনা আমি আর আসব না: এই গান বাস্তবে গেয়েছিলেন অঞ্জন দত্ত। তাঁর গলায় আইকনিক এই গান অনেকেই গেয়েছেন, তবে বেশিরভাগ দাবি করেছিলেন নোবেল বেশ ভাল গেয়েছেন এই গান।
৩. আরো একবার চলো ফিরে যাই: এই গানটাও বাস্তবে গেয়েছেন রুপম ইসলাম। রুপমের এই গান কতটা আইকনিক সেটা রক সঙ্গীতপ্রেমীদের অনেকেই জানেন। রুপমের এই গান যখন নোবেল গেয়েছিলেন, তখন চেয়ার ছেড়ে উঠে পড়েছিলেন অনেকেই।
৪. নাদান পরিন্দে: মোহিত চৌহান গেয়েছিলেন এই গান। রকস্টার ছবির এই গান সকলের বেশ কাছের। অনেকেই আজও গুনগুন করেন এই গান। নোবেল নাকি কোনও অংশেই কম গননি এই গান।
৫. জেমসের ভিগি ভিগি সি: এই গান তো পৃথিবী বিখ্যাত। বহু মানুষ এই গান গেয়েছেন। কিন্তু, নোবেল যখন এই গান গাইছেন, তখন স্টেজের সামনে ভিড় করেন অনেকেই।