Nora Fatehi los angeles Fire: লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস-এ ভয়াবহ আগুন। জ্বলছে দাবানল। আর সেই এলাকাতেই বাস হলিউডের নামজাদা তারকা প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনস্, ম্যান্ডি মুর ও প্রমুখ। দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে সেই ভয়াবহতার ছবি তুলে ধরেছেন। যা দেখে সকলের একেবারে চোখ একেবারে কপালে।
বরাতজোরে অভিনেত্রীর পরিবার রক্ষা পাওয়ায় স্বস্তিতে প্রিয়াঙ্কার ভক্তরা। শুধু নিক ঘরণীই নয়, এই লেলিহান অগ্নিকাণ্ডের সাক্ষী দিলবর গার্ল নোরা ফতেহিও। বুধবার রাতে তিনিও সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিজ্ঞতা ভাগ করেছেন। লস অ্যাঞ্জলসেই রয়েছেন নোরা। তাঁকে ও তাঁর দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই বিধ্বংসী দাবানলের যে অভিজ্ঞতা নোরা সকলের সঙ্গে শেয়ার করেছেন তা সত্যিই ভয়ংকর। তিনি একটি ভিডিওবার্তায় বলেছেন, 'আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। আগে কখনও এমন ঘটনা দেখিনি। সাংঘাতিক বললেও যেন কম বলা হবে। পাঁচ মিনিট আগেই আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেরি না করে সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে গিয়েছি। আমি এখন কাছাকাছি একটি বিমানবন্দরে যাচ্ছি। ওখানে গিয়ে আগে একটু বিশ্রাম করব। আমি আজই ভারতে ফেরার বিমান ধরব।'
লস অ্যাঞ্জলসের বিধ্বংসী আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নোরা। তিনি বলেন, বিমানে উঠে আজ ফিরতে পারব বলে আশাবাদী। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কোন পরিস্থিতিতে রয়েছি প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের জানাব। আশা করছি সকলে নিরাপদে থাকবেন। বলিউডের আইটেম সং Manohari,Dilbar, Jehda Nasha, Naah সহ Madgaon Express, Bhuj-এর জন্য দর্শকের দরবারে দারুণ জনপ্রিয় নোরা ফতেহি।
প্রসঙ্গত, বলি ডিভা প্রিয়াঙ্কা চোপড়াও লস অ্যঞ্জেলসের ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে আতঙ্কিত। যাঁদের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রনে এসেছে, বহু লোক প্রাণে রক্ষা পেয়এছেন তাঁদেরকে কুর্নিশ জানিয়েছেন পিগি চপস। তিনি ইনস্টা স্টোরিতে লেখেন, 'এখন অনেকেই বিপদ সীমার বাইরে আছেন। যারা সারা রাত অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এবং মানুষকে সাহায্য করেছেন তাঁদের প্রশংসা পাওয়া উচিত'।