শেষ কিছুদিন ধরেই চরম উত্তেজনা, আজ ফুটবল বিশ্বকাপের ফাইনাল বলে কথা। দিকে দিকে একটাই রব শেষ হাসিটা কি মেসিই হাসবেন, নাকি এম্বাপে নিয়ে যাবেন কাপ। দীর্ঘ চারবছরের অপেক্ষা শেষে মাত্র একমাসের যাত্রা, তাঁর মধ্যেই প্রতীক্ষা শেষ। আবারও গুনতে হবে প্রহর। এই বিশ্বকাপ নিয়ে বিতর্ক কম হয়নি। তার মধ্যে যেমন এর থিম সং রয়েছে ঠিক তেমনই রয়েছে নানা নিয়মের বাহার।
Advertisment
ভারতীয় তারকা নোরা ফতেহি ( Nora Fatehi ) গেয়েছিলেন বিশ্বকাপের থিম সং। যদিও সেই গানকে অফিসিয়াল হিসেবে অনেকেই মেনে নেন নি। তারপরেও কাতারে উড়ে গিয়েছিলেন খেলা দেখতে। স্টেডিয়ামে নিজের গান বাজতেই উত্তেজনা ঘিরে ধরেছিল তাঁকে। আজ রাতেই শেষ উত্তেজনা, তাঁর আগেই ফিফার প্রেসিডেন্টের কাছে পৌঁছেলেন নোরা! কিন্তু কেন? জানা যাচ্ছে এক বিশেষ কারণেই গিয়েছিলেন আইটেম সং কুইন।
লাল একটি বাক্স, সবুজ ফিতে দিয়ে বাঁধা - ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যানটিনোকে ( Gianni Infantino ) একটি উপহার দিয়েছেন তিনি। দেখে তো বেশ অবাক তিনি। আরও অবাক হলেন বাক্স খুলতেই। উজ্জ্বল লাল রঙের একজোড়া জুতো। ড্রাগনের চামড়ার মত নকশা কাটা তাঁর সঙ্গে জুতোর নিচে নরম কাঁটা, দেখে হাসি আর ধরে রাখতে পারলেন না। উৎফুল্লতার সঙ্গে বলে উঠলেন, "আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার অফিসে পৌঁছবে"। কিন্তু হঠাৎ কেনই বা এই উপহার দিতে গেলেন নোরা?
অভিনেত্রী নিজেও আন্দাজ করতে পারেননি জিয়ানির পছন্দ হবে এই জুতো। তাই তো তিনি বললেন, আপনার পছন্দ হয়েছে আমি এতেই ধন্য! এই জুতো জোড়া দেখলেই আপনার আমাদের কথা মনে পড়বে। এই জুতো তৈরির পেছনে অনেক ভাবনা চিন্তা রয়েছে। নোরার বক্তব্য, বিশেষ করে জিয়ানির জন্যই এই জুতো বানানো হয়েছে।
আজ বিশ্বকাপ জ্বরে কাঁপছে সারা পৃথিবী। আজকের অনুষ্ঠানে নোরা নিজেও পারফর্ম করবেন। সেই কারণেই আমন্ত্রণ পেয়েছেন তিনি। আজকের সন্ধ্যে যে জমে উঠবে সে কথা বলাই যায়। তাও বেশিরভাগের একটাই বক্তব্য, মেসির হাতেই কাপ উঠুক। আজই শেষ ম্যাচ খেলছেন কিংবদন্তি।