scorecardresearch

নায়িকা বনাম নায়িকা, জ্যাকলিনের বিরুদ্ধে ২০০ কোটির মানহানি মামলা করলেন নোরা ফতেহি

ভয়ঙ্কর ক্যাটফাইট দুই অভিনেত্রীর মধ্যে

nora fatehi sues jacquiline farnandez over 200 crore
জ্যাকলিনকে আক্রমণ নোরার

বলিউডে নায়িকাদের মধ্যে ক্যাট ফাইট শোনা গেলেও এখন দেখা যাচ্ছে আইনি বিবাদ। জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে দুশো কোটি টাকার মানহানির মামলা করেছেন নোরা ফতেহি। কিন্তু কারণ?

এমনিও পুলিশ আইনি ঝামেলা পিছু ছাড়ছে না জ্যাকলিনের। তাঁর মধ্যে আবারও এক নতুন করে মামলা? নোরা জানিয়েছেন, আজ দীর্ঘদিন দুজনের মধ্যে বিভিন্ন কারণে বিবাদ চলছে। নোরা অভিযোগ করেছেন, যে জ্যাকলিন নানা ধরনের মানহানিকর কথাবার্তা বলেছেন। জ্যাকলিন নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েই নোরাকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছেন!

আরও পড়ুন [ ‘আর্জেন্টিনা জিতলে নীল-সাদা শাড়ি পরবেন তো?’, স্বস্তিকাকে তুমুল খোঁচা নেটিজেনের ]

দুজনেই বলিউডে কাজ করছেন। তবে নোরার অভিযোগ বলছে, জ্যাকলিন নিজের কেরিয়াকে এগিয়ে নিয়ে যেতেই তাঁর বিরুদ্ধে নানান অপরাধমূলক কাজ করেছেন। বিভিন্ন সময়ে মানহানির চেষ্টা করেছেন। যেহেতু একই জায়গায় কাজ করছেন তাই অন্যান্য কারণের মধ্যে এটাও রয়েছে। যদিও বা একথা অজানা নয় যে নোরা এবং জ্যাকলিন দুজনকেই সুকেশ চন্দ্রশেখর মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

জ্যাকলিন জানিয়েছিলেন সুকেশের থেকে উপহার নেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন নোরা। যদিও বা এই অভিযোগকে একেবারেই উড়িয়ে দিয়েছেন নোরা। পরবর্তীতেই মানহানির মামলা করেন অভিনেত্রী। নোরা জানিয়েছিলেন, সুকেশের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ একেবারেই ছিল না। বরং, তাঁর স্ত্রীয়ের তরফেই একবার উপহার পেয়েছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Nora fatehi sues jacquiline farnandez over 200 crore