scorecardresearch

শ্যুটিংয়ে বিপত্তি! সহ-অভিনেতার বন্দুকে জখম নোরা ফতেহি, রক্তারক্তি কাণ্ড

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তা দেখে শ্যুটিং বন্ধ করে নায়িকাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়।

Nora Fatehi, Bhuj: The Pride of India, bollywood, Bhuj: The Pride of India BTS, নোরা ফতেহি
ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া'র শ্যুটে আহত নোরা ফতেহি

অজয় দেবগনের (Ajay Devgan) বহু প্রতীক্ষিত ছবি ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’র (Bhuj: The Pride of India) শ্যুটিং চলছিল। সেখানেই ঘটে বিপত্তি। ছবিতে নোরা ফতেহি (Nora Fatehi) এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সেই শ্যুটিংয়েই সহ-অভিনেতার বন্দুকের নল লেগে জখম হন অভিনেত্রী।

অ্যাকশনের দৃশ্যের মহড়ায় কোনও অসুবিধে হয়নি। তবে গোল বাঁধে ক্যামেরা অন হতেই। দৃশ্যে বলা ছিল, সহ-অভিনেতার হাতে বন্দুক থাকবে। সেটা ঠেকানো থাকবে নোরার কপালে। আর নায়িকা এক ঝটকায় বন্দুক কেড়ে নিয়ে তাঁকে পেটাতে শুরু করবে। কিন্তু সেই শটেই ঘটল বিপত্তি। অভিনেতার হাত ফসকে সেই বন্দুক পড়ে যায় নোরার কপালে। ভারী ধাতব বন্দুকের নলের আঘাতে নোরা ফতেহির কপাল কেটে গিয়ে তৎক্ষণাৎ রক্ত ঝরতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তা দেখে শ্যুটিং বন্ধ করে নায়িকাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। এখানেই শেষ নয় কিন্তু!

[আরও পড়ুন: ‘নিখোঁজ’ বিজেপির তারকা বিধায়ক হিরণ! সন্ধান চেয়ে খড়গপুরে পোস্টার-ব্যানারে ছয়লাপ]

ওই একই দিনে শ্যুট করতে গিয়ে সেটে ফের আহত হন নোরা ফতেহি। অ্যাকশন দৃশ্যে ছুটতে গিয়ে মাটিতে হোঁচট খেয়ে পড়ে যান। আঙুলে ফের আঘাত লাগে। যার জন্য গোটা শুটেই তাঁকে একটি স্লিং পরতে হয়। তবে নোরার নিষ্ঠা বা খাটুনি কোনওটাই বিফলে যায়নি। নির্মাতারা তাঁর কপালে আঘাত লেগে রক্তপাত হওয়ার দৃশ্যটি বাস্তবেই ছবিতে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। কারণ, এতে আরও রিয়ালিস্টিক লাগবে।

তবে শ্যুটিং করতে গিয়ে কপালে ক্ষত স্থান নিয়ে ফেরায় মোটেই চিন্তিত নন নোরা ফতেহি। তাঁর কথায়, “আমি ডাবল স্টান্ট কিংবা বিকল্পের সাহায্য নিই না। নিজেই সমস্ত অ্যাকশন দৃশ্যের শ্যুট করি। তাই ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’র সেটে এই আঘাত আমার গর্ব হয়ে থাকবে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Nora fatehis injury in bhuj the pride of indias shoot is real