রাত তখন ২টো বেজে ৪১ মিনিট! ডিরেক্টরের চেয়ার ছেড়ে সদ্য প্যাক-আপ ঘোষণা করেছেন রাজ চক্রবর্তী। টিমের সকলে পাততাড়ি গোটাবে কি, আচমকাই মঞ্চে গান গাওয়ার প্রস্তাব দিয়ে ফেললেন নুসরত। ব্যস, অমনি শুটিংয়ের ক্লান্তি ভুলে সব প্রস্তুত! নায়িকা মঞ্চে কণ্ঠ ছাড়লেন, ‘সাদা-সাদা, কালা-কালা..’। চারদিকে সিটি, হাততালির আওয়াজ।
ঘটনা রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’-এর সেটের। ভোররাতে শুটিং শেষে গোটা টিম বাংলাদেশি গানে নেচে উঠল। মঞ্চে গান গাইলেন পদ্মাপারের নায়িকা নুসরত ফারিয়া। চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ সিনেমার ‘সাদা-সাদা, কালা-কালা’ গানটি গাইলেন। উল্লেখ্য, এই সিরিজে নুসরতকে দেখা যাবে এক গানের দৃশ্যে। বুধবার সেই আইটেম গানের দৃশ্যের-ই শুট ছিল। যা শেষ হতে হতে রাত আড়াইটে পেরিয়ে যায়। তবে সেটে সকলেই এত্ত মজা করে কাজ করেছেন যে, ক্লান্তি যেন উধাও!
মাইকটা নিয়ে নুসরত-ই বললেন, রাত ২টা ৪১ বাজে আমাদের শুট শেষ হল। তবে আমি একটা গান গাইব। রাজও নায়িকার প্রস্তাব শুনে ‘কেয়া বাত’ বললেন। সকলের উচ্ছ্বাস। নুসরতের গান শেষ হওয়ার পরই আরেকটা গানের আবদার আসে টিমের তরফে। তবে প্যাক-আপ হয়ে গিয়েছে বলে প্রায় পালিয়ে বাঁচেন অভিনেত্রী।
[আরও পড়ুন: লাগাতার অশ্লীল মন্তব্যে ‘অতিষ্ট’ সায়ন্তিকা! মিমির উপদেশ, ‘সাইবার ক্রাইমে যা..’]
প্রসঙ্গত, মডেলিং-অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও বাংলাদেশে বেশ সুপরিচিত নুসরত ফারিয়া। ২০১৮ সালে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সম্প্রতি অভিনেত্রী-গায়িকা তাঁর দীর্ঘ সময়ের প্রেমিক রকির সঙ্গে বিচ্ছেদর কথা ঘোষণা করেন।