Advertisment

ভোট ছাড়াই মন্ত্রী এবার…? রিল-রিয়েল দুই শেখ হাসিনা একসঙ্গে, বিপাকে নুসরত ফারিয়া!

শেখ হাসিনা বিয়েতে সাদা শাড়ি পড়েছিলেন? বিতর্ক তুঙ্গে!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Nusrat Faria as Sheikh Hasina posted a picture together

নুসরত-শেখ হাসিনা

দুই বাংলায় বর্তমানে যে ছবি নিয়ে সবথেকে বেশি চর্চা, সেটি হল মুজিব। বলা উচিত, শ্যাম বেনেগাল এক চূড়ান্ত সাহসের পরিচয় দিয়েছেন। এমনকি, মুজিবের চরিত্রে আরিফিন শুভকে কেউ কেউ যেমন একেবারেই মেনে নিতে পারছে না অনেকেই কিন্তু আবার মেকাপ দেখে মুগ্ধ। তবে...

Advertisment

আসল, গন্ডগোল একটাই জায়গায়। আরিফিন শুভ এবং নুসরত ইমরোজ তিশার কথা বাদ দিলে, সবথেকে বেশি যে দুজন মানুষ নজর কেড়েছেন তাদের একজন চঞ্চল চৌধুরী এবং অন্যজন নুসরত ফারিয়া। বিশেষ করে নুসরত ফারিয়া। কারণ, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় তাঁকে দেখা যাবে। পরনে, সাদা শাড়ি, হালকা সাজে তিনি ছবি পোস্ট করেছিলেন। তাঁর আগে, অবশ্য শুভর পাশে বসেই প্রথম ঝলক দেখিয়েছিলেন।

কিন্তু, নুসরত ফারিয়াকে অনেকেই মেনে নিতে পারছেন না বঙ্গমাতার চরিত্রে। তাতে, কী যায় আসে? নুসরাত আজ কিছুসময় আগেই শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন। যাতে তিনি লেখেন, স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। শেখ মুজিবর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বেশিরভাগের কাছেই বেশ আদরের পাত্রী। আর নুসরত, আদৌ এই চরিত্রে জাস্টিফাই করবেন কিনা সেটা নিয়েই প্রশ্ন রয়েছে।

আর এদিকে, মাননীয়া প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি তুলতেই  ট্রোল শুরু। কেউ বলছেন, টিকিট চাইতে গিয়েছিলেন আবার কেউ বলছেন, এবার সোজাসুজি মন্ত্রী ফারিয়া। আবার কেউ বললেন, নমিনেশন শেষ, ভোট লাগবে না। এমনিই এমপি হয়ে যাবে। অভিনেত্রী এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, শেখ হাসিনার চরিত্র পাওয়ার পর থেকে নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছিল। কারণ, এর আগে তাঁর চরিত্রে আর কাউকে অভিনয় করতে দেখা যায়নি।

একদিকে, শুভ রয়েছেন মুজিবুর এর ভূমিকায়। অন্যদিকে, নুসরত নাকি হাসিনার চরিত্রে। এই নিয়েও বেশ খোরাক করছেন অনেকে। শুটিং উপলক্ষ্যে বাংলাদেশের নানা জায়গায় শুটিং করেছেন তাঁরা। কিছুদিন আগেই, সাদা শাড়ি, হাতে গোলাপ নিয়ে শুটিং এর একটি স্টিল শেয়ার করে নুসরত লিখেছিলেন, তাঁর বিয়ের দিন। বিপুল চর্চা এই ছবি নিয়ে। ছবিতে ভারতের বেশ কিছু তারকাও অভিনয় করেছেন।

tollywood Sheikh Hasina Nusrat Entertainment News
Advertisment