বাংলাদেশের সঙ্গে এপার বাংলার শিল্পীদের যোগ বেশ গভীর। দুই বাংলাতেই সংস্কৃতির আদানপ্রদান হয়ে থাকে। তবে, যেন দুইদিকেই শিল্পীদের মধ্যে তুমুল আক্ষেপ। কেন?
সায়ন্তিকা জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করছেন। কানাঘুষো খবর, টলিপাড়ায় নাকি সুযোগ হচ্ছে না তাঁর। আবার, বাংলাদেশের পরিচালক জানিয়েছিলেন শ্রাবন্তী নুসরতের ডেট না থাকায় সায়ন্তিকাকে বেছে নিয়েছেন তিনি। সেরকমই ওপার বাংলায় নুসরত ফারিয়া। তোপ দাগলেন বাংলাদেশের পরিচালকদের প্রতি।
কলকাতায় একের পর এক কাজ, সিরিজ থেকে সিনেমা, কিংবা মিউজিক ভিডিও। নুসরতের কথায় একদিকে যেমন গর্ব তেমনই অন্যদিকে, নিজের দেশকে নিয়ে বিষাদের সুর। তিনি সাফ বললেন, "আমার মনে হয় বাংলাদেশের নির্মাতারা আমায় নিয়ে ভাবেন না। পশ্চিমবঙ্গের লোকেরা আমায় নিয়ে এক্সপ্লোর করতে ভালবাসেন। আমায় নিয়ে আমার দেশের পরিচালকরা ভাবে বেশি না। এটা যদিও আমার কাছে খুব কষ্টের।"
উল্লেখ্য, নুসরত ফারিয়ার প্রফেশনাল জীবনে এবারে যতটা উন্নতি, ততটাই খারাপ ব্যাক্তিগত জীবন। দীর্ঘদিনের সম্পর্কে ছেদ ঘটেছে। শুধু তাই নয়, চোখে অপারেশন পর্যন্ত হয়েছে তাঁর। আপাতত, ভাল আছেন তিনি।