কাছের মানুষ চলে যাওয়ার যে কি যন্ত্রণা, যায় যায় সেই জানে। মনের কাছের মানুষকে হারিয়ে রীতিমতো শোকাতুর নুসরত এবং যশ। বাড়িতে কে একজন যেন নেই, বারবার মনে করছেন অভিনেত্রী।
Advertisment
সন্তানসম একজনকে হারিয়েছেন তারকা দম্পতি। কিছুই যেন ভাল লাগছে না। পোষ্য হলেও সে তো সন্তানের মত। ছেলে হ্যাপিকে হারিয়ে শোকে আচ্ছন্ন নুসরত। চারপেয়েকে নিয়ে সারাদিন মেতে থাকতেন নুসরত এবং যশ। তাঁর মৃত্যুতে যেন বিভৎস মন খারাপ দুই অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় লিখলেন...
"আমাদের ছেলে হ্যাপিকে হারিয়ে আমরা শোকাতুর। আমাদের বাড়িতে কিছু যেন একটা নেই। জানি সামলে উঠতে সময় লাগবে। আমাদের ভেতরের একটা কিছু তোমার সঙ্গে চলে গিয়েছে। আমাদের জীবনে এক অসাধারণ অনুভূতি এনেছিলে তুমি। একটা ছায়া যেন সারাক্ষণ আমাদের সঙ্গে ছিল। এতভাল সঙ্গী আর হয় না। মা বাবা তোমায় খুব ভালবাসে। আবার ওইপারে দেখা হবে। ততদিন একা থাকো।"
হ্যাপি তাদের জীবনে অজানা খুশির মতোই ছিলেন একথা সাফ জানালেন অভিনেত্রী। কিন্তু এই দুঃসময়ে পাশে থাকলেন বনুয়া মিমি চক্রবর্তী। তাঁদের বিবাদ ঝামেলা সবকিছুই এখন অতীত। ছেলেকে হারানোর শোক সহজে যাওয়ার নয়। তাই তো, মিমি কাঁধে হাত রাখলেন। বললেন... যতদিন না পর্যন্ত সেই রামধনুর ব্রিজ পেরোচ্ছি আর দেখা হবে না।
উল্লেখ্য, নুসরতের চারপেয়ে পুত্রকে নিয়ে শোক পালন করলেন অন্যান্যরাও। ইমন চক্রবর্তী থেকে পর্নো মিত্র... হ্যাপিকে নিয়ে দুঃখ প্রকাশ সকলের।