Advertisment
Presenting Partner
Desktop GIF

পরিবারের প্রিয়কে হারিয়ে শোকাচ্ছন্ন নুসরত, 'আর দেখা হবে না', ফুঁপিয়ে কাঁদছেন বোনু মিমিও

শোকের ছায়া নুসরতের জীবনে, ভাল নেই অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nusrat jahan, nusrat jahan tollywood, nusrat yash, nusrat yash controversy, nusrat yash marriage, nusrat nikhil divorce, nusrat yash son ishaan, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, নুসরত-যশ, nusrat yash tollywood update, bollywood update, bollywood, entertainment news, latest bollywood news, bolly world

নুসরতের মন ভারাক্রান্ত

কাছের মানুষ চলে যাওয়ার যে কি যন্ত্রণা, যায় যায় সেই জানে। মনের কাছের মানুষকে হারিয়ে রীতিমতো শোকাতুর নুসরত এবং যশ। বাড়িতে কে একজন যেন নেই, বারবার মনে করছেন অভিনেত্রী।

Advertisment

সন্তানসম একজনকে হারিয়েছেন তারকা দম্পতি। কিছুই যেন ভাল লাগছে না। পোষ্য হলেও সে তো সন্তানের মত। ছেলে হ্যাপিকে হারিয়ে শোকে আচ্ছন্ন নুসরত। চারপেয়েকে নিয়ে সারাদিন মেতে থাকতেন নুসরত এবং যশ। তাঁর মৃত্যুতে যেন বিভৎস মন খারাপ দুই অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় লিখলেন...

আরও পড়ুন < Gufi Paintal Death: প্রয়াত মহাভারতের ‘শকুনি মামা’ গুফি পেন্টাল, ভয়ঙ্কর দুঃসংবাদে ছারখার বলিউড >

"আমাদের ছেলে হ্যাপিকে হারিয়ে আমরা শোকাতুর। আমাদের বাড়িতে কিছু যেন একটা নেই। জানি সামলে উঠতে সময় লাগবে। আমাদের ভেতরের একটা কিছু তোমার সঙ্গে চলে গিয়েছে। আমাদের জীবনে এক অসাধারণ অনুভূতি এনেছিলে তুমি। একটা ছায়া যেন সারাক্ষণ আমাদের সঙ্গে ছিল। এতভাল সঙ্গী আর হয় না। মা বাবা তোমায় খুব ভালবাসে। আবার ওইপারে দেখা হবে। ততদিন একা থাকো।"

আরও পড়ুন < দিনের পর দিন মেয়ে রাহার থেকে দূরে, দুঃখে-চিন্তায় অঝোরে কাঁদছেন আলিয়া ভাট! >

হ্যাপি তাদের জীবনে অজানা খুশির মতোই ছিলেন একথা সাফ জানালেন অভিনেত্রী। কিন্তু এই দুঃসময়ে পাশে থাকলেন বনুয়া মিমি চক্রবর্তী। তাঁদের বিবাদ ঝামেলা সবকিছুই এখন অতীত। ছেলেকে হারানোর শোক সহজে যাওয়ার নয়। তাই তো, মিমি কাঁধে হাত রাখলেন। বললেন... যতদিন না পর্যন্ত সেই রামধনুর ব্রিজ পেরোচ্ছি আর দেখা হবে না।

উল্লেখ্য, নুসরতের চারপেয়ে পুত্রকে নিয়ে শোক পালন করলেন অন্যান্যরাও। ইমন চক্রবর্তী থেকে পর্নো মিত্র... হ্যাপিকে নিয়ে দুঃখ প্রকাশ সকলের।

tollywood Entertainment News
Advertisment