হাতে মাত্র আর দিন দুয়েক। তারপরেই আলোর উৎসব শহর জুড়ে। দীপাবলি মানেই আনন্দ, আলো, আতস বাজি। এই আনন্দই এবার দুঃস্থদের সঙ্গে ভাগ করে নিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তারাই বা কেন বঞ্চিত থাকবেন আনন্দ থেকে, তাই তো পথশিশুদের হাতে নতুন জামাকাপড় তুলে দিলেন নুসরত-নিখিল।
বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন সেই ভিডিও। নিখল জৈন ও নুসরত জাহান একসঙ্গে দুঃস্থ শিশু ও বড়দের হাতে নতুন পোশাক তুলে দিচ্ছেন। মূহুর্তে ভাইরাল সেই ভিডিও।
আরও পড়ুন, টিআরপি সেরা ‘ত্রিনয়নী’, সাতটার স্লটে এগিয়ে ‘শ্রীময়ী’
বরাবরই উৎসবে আনন্দ ভাগ করে নেন তিনি। সাধারণ মানুষের মতোই ভাসেন উৎসবের জোয়ারে। সে কারণে বিতর্কের কেন্দ্রেও আসতে হয় তাঁকে। দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দিয়ে মৌলবাদীদের বিরাগ ভাজন হয়েছিলেন তিনি। এবারও সে রকম কিছুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।
যদিও এসবে পাত্তা দেন না নুসরত জাহান। তাঁর মতে, উৎসব সবার। সেখানে ধর্মের রাজনীতি করাটা বাঞ্ছনীয় নয়। তবে এদিন তাঁর লোকসভা কেন্দ্র বসিরহাটের কোনও এলাকার দুঃস্থদের হাতে এই জামাকাপড় তুলে দিয়েছেন অভিনেত্রী। এতেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।