Nusrat Jahan: 'দাগ ভাল কিন্তু...', উৎসবের রং থেকে সারমেয়দের দূরে রাখতে কী বার্তা নুসরতের?

Nusrat Jahan Holi Tips: হোলিতে সারমেয়দের গায়ে কখনই রং দেওয়া উচিত নয়। রঙের উৎসবে সকলকে সেই কথা মনে করিয়ে কী বললেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
উৎসবের রং থেকে সারমেয়দের দূরে রাখতে কী বার্তা নুসরতের?

উৎসবের রং থেকে সারমেয়দের দূরে রাখতে কী বার্তা নুসরতের?

Nusrat Jahan Holi: ১৪ মার্চ বসন্তোৎসবের দিন সাত রঙেতে রঙিন ছোট থেকে বড় প্রত্যেকেই। কেউ রং মেখে ভূত সাজে তো কেউ আবার শুধু আবির খেলে। আজকের দিনে অনেকেই আনন্দ করতে গিয়ে অবলা প্রাণীদের গায়েও রং দিয়ে দেয়। কিন্তু, সেটা কখনই উচিত নয়। সারমেয় বা পোষ্যদের গায়ে যাতে কেউ হোলিতে রং না লাগায় সেই বিষয়ে বারংবার সতর্ক করা হয়। তবুও সেই একই ঘটনার পুনরাবৃতি ঘটে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটির একাংশ এই দিকে দৃষ্টিপাত করেন। হোলির দিন আরও একবার সোশ্যাল মিডিয়ায় সেই বার্তাই দিলেন টলি ক্যুইন নুসরত জাহান। ইনস্টা স্টোরিতে রং মাখানো একটি মিষ্টি কুকুরছানার ছবি দিয়ে লিখেছেন, 'দাগ ভাল জিনিস। কিন্তু, ওদের উপর নয়।'

Advertisment

Advertisment

অভিনেত্রী নুসরত জাহান নিজেও 'পেট পরেন্টস'। কাজের অবসরে পোষ্যদের সঙ্গে কোয়ালিটি সময় কাটান। তাই তাঁর কাছে যে এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষাই রাখে না। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় পোষ্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের সঙ্গে  ফটোশুটের ছবিও শেয়ার করেন নুসরত। একজন পশুপ্রেমী হিসেবে অবলা প্রাণীরা যাতে এই রঙের উৎসবে অন্যের আনন্দের শিকার না হয় সেই দিকে আলোকপাত করেছেন। যশ-নুসরত জুটির আগামী ছবি 'আঁড়ি।' সোশ্যাল মিডিয়ায় ডাবিংয়ের মুহূর্ত শেয়ার করেছেন নুসরত।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। তাঁদের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি 'আড়ি' নিয়ে ব্যস্ত তারকা দম্পতি। আগামী ২৫ এপ্রিল মুক্তি পাবে যশরত জুটির এই নতুন ছবি। এই ছবিতে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মা-ছেলের গল্প বলবে আড়ি। ছবির শ্যুটিং শুরুর আগে তিরুপতি মন্দিরে ভগবানের আশীর্বাদ নিয়ে এসেছেন যুগলে। সোশ্যাল মিডিয়ায় তিরুপতি মন্দির থেকে সেই ছবি পোস্ট করেছিলেন তারকা দম্পতি। অভিনয়ের পাশাপাশি ফটোশ্যুটের মাত দেন নুসরত। অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায় সেই নজির।

Nusrat Jahan holi Yash-Nusrat Holi Festival