scorecardresearch

ফুটপাতের ঠেলার আলুকাবলি-আচারে মজলেন নুসরত! জিভে জল মিমি-কৌশানিদের

গরমের দুপুরে নস্ট্যালজিয়ায় ডুব নুসরত জাহানের। দেখুন..

Nusrat Jahan, Nusrat Jahan viral video, Nusrat Jahan latest video, Nusrat Jahan news, নুসরত জাহান, নুসরত জাহানের ভিডিও, মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, টলিউডের খবর
নুসরত জাহান

গ্রীষ্মকালের ছুটি। দুপুর রোদে আম কিংবা তেঁতুলের আচার চুরি করে খাওয়া শৈশবের দিনগুলো এখন স্মৃতির ফ্রেমে বন্দি। স্কুল শেষ করেই বন্ধুদের সঙ্গে জমানো খুচরো পয়সায় ফুচকা, আচার, আলুকাবলি খাওয়া ছিল মাস্ট! তবে এখনকার ব্যস্তজীবনে সেসব অতীত। আম-আদমি তো বটেই! তারকাদের ক্ষেত্রে আরও কড়াকড়ি! পাছে অনুরাগীরা ঘিরে ধরেন। তবে সেসবের তোয়াক্কা না করেই নুসরত জাহান অবলীলাক্রমে নস্ট্যালজিয়া ট্যুরে গেলেন।

ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের ঠেলা থেকে তেঁতুলের আচার দিয়ে আলুকাবলি খেতে দেখা গেল নুসরতকে। এমনিতেই গরমে হাসফাঁস করছে কলকাতা। উপরন্তু ফাকা রাস্তায় এমন দুর্লভ খাবার। সেই হাতছানি কি আর উপেক্ষা করে পারেন কেউ? সাংসদ-অভিনেত্রী নিজেও পারেননি। তাই তো একছুটে চলে গিয়েছেন আচারের ঠেলার দিকে। ঠিক যেমনটা ছোটবেলায় করতেন। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতেও ভুললেন না তিনি।

সোশ্যাল মিডিয়ায় সেই আলুকাবলি খাওয়ার ভিডিও দিয়ে নুসরত জাহান লেখেন, “শৈশবের স্মৃতির সরণিতে ফিরে গেলাম। গ্রীষ্মের দুপুর। আলুকাবলি। তেঁতুলের আচার। আর দাদুর স্নেহ। এর থেকে জীবনে আর কী-ই বা ভাল হতে পারে। সাদামাটা জিনিসই জীবনে সবথেকে বেশি আনন্দ দেয়। হাসতে শেখায়।” আর নুসরতের এমন ভিডিও দেখে তো জিভে জল টলিপাড়ার অন্য নায়িকাদের।

নুসরতের বোনুয়া মিমি চক্রবর্তী লিখলেন, “পুরো নস্ট্যালজিয়া।” কৌশানী মুখোপাধ্যায়ের মন্তব্য, “আমারও চাই।” নবাগতা লহমা ভট্টাচার্য বললেন, “উফফ! খিদে পেয়ে গেল” দর্শনা বণিক, উষসী সেনগুপ্তরাও কমেন্ট করে প্রতিক্রিয়া জানালেন। তবে এই পোস্টের জন্য ট্রোলডও হতে হল নুসরত জাহানকে।

[আরও পড়ুন: ‘গরীবের আলপাচিনো! ওটিটির লোভ ছাড়ো..’, অনির্বাণকে ভয়ঙ্কর খোঁচা টলিউড প্রযোজকের]

কেউ অভিনেত্রীর শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ করলেন তো কেউ বা আবার রাজ্যপাট সামলানো নিয়ে খোঁটা দিলেন নুসরতকে। তবে বরাবরের মতো এবারেও নায়িকা ডোন্ট কেয়ার!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Nusrat jahan enjoying aloo kabli shares nostalgic feeling