Advertisment
Presenting Partner
Desktop GIF

বাদুড়িয়ায় নজর নেই, টিকটকমগ্ন নুসরতের ভিডিও নিয়ে সরগরম নেটপাড়া

ট্রোল সঙ্গ ছাড়েনি নুসরতের। করোনা পরিস্থিতিতেও তার অন্যথা হওয়ার নয়। এবার টিকটক ভিডিও নিয়ে সাংসদের সমালোচনায় মুখর নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নুসরত জাহান। ফোটো- নুসরতের ইনস্টাগ্রাম

নীলরঙের ক্রপ টপ, ডেনিম জিন্সের হট প্যান্ট পরে ‘আই এম এ স্যাভেজ, ক্লাসি, বুঁজি...’গানে নাচে মেতেছেন নুসরত জাহান। সেই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। এরপরই তুমুল সমালোচনার মুখে পড়েন বসিরহাটের সাংসদ নুসরত জাহান।

Advertisment

সাংসদ পদে মনোনীত হওয়ার দিন থেকে এখনও পর্যন্ত নুসরতের সঙ্গ ছাড়েনি ট্রোল। করোনা পরিস্থিতিতেও তার অন্যথা হওয়ার নয়। এবার টিকটক ভিডিও নিয়ে সাংসদের সমালোচনায় মুখর নেটিজেনরা।

ত্রাণের দাবিতে নুসরতের সংসদীয় এলাকা বাদুড়িয়ার ৯ নম্বর ওয়ার্ডের জোড়া অশ্বত্থতলায় ধুন্ধুমার হয়। যা পুলিশ তুলতে গেলে রণক্ষেত্র চেহারা নেয়। উর্দিধারীদের লক্ষ্য় করে চলে ইট বৃষ্টি। বিক্ষোভকারীদের আক্রমণে মাথা ফাটে বাদুড়িয়া থানার ওসি বাপ্পা মিত্রের। এমতবস্থায় টিকটক করছেন সাংসদ। এই অভিযোগেই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে নুসরতকে।

@nusratchirps##clonesquad ##jlotiktokchallenge it’s so much fun...♬ original sound - besperon

আরও পড়ুন, ”বিগ বস-এর কথা মনে পড়ছিল”, শর্টফিল্ম ‘হাত’ প্রসঙ্গে কনীনিকা

তবে এই দুটি ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা। কটাক্ষ করে তারা বলছেন, করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। ঘরবন্দি মানুষ, মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, সেদিকে নজর না দিয়ে সোশাল মিডিয়ায় মত্ত সাংসদ।

@nusratchirps##Savage ##savagechallenge ##fyp let’s do it @mimichakraborty86 @srabantigintu my ##savagegirls♬ Savage - Megan Thee Stallion

আরও পড়ুন, কোভিড যুদ্ধে জয়ী মনামির সঙ্গে লাইভ আড্ডায় মিমি

বরাবরের মতো এসবে গুরুত্ব দেননি নুসরত জাহান। তবে দ্বিতীয় ভিডিওটি পোস্ট করার সময় পরোক্ষভাবে ট্রোলারসদের একহাত নিয়েছেন অভিনেত্রী-সাংসদ। টিকটক ভিডিওটি নিজের অন্যান্য সোশাল মিডিয়ায় পেজে শেয়ার করে তিনি লিখেছেন, ''আরও একটি টিকটক পোস্ট। আর্টিস্ট সবসময় বিনোদন করে। হ্যাপি ট্রোলিং, ট্রোলারস।''

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nusrat Jahan coronavirus Lockdown tiktok
Advertisment