Advertisment
Presenting Partner
Desktop GIF

Nusrat Jahan: সংসদ থেকে এক্কেবারে সাধারণ, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নুসরত জাহান

nusrat jahan casts vote: তারকা সুলভ আচরণ না। বরং, একদম সাধারণের মতোই ভোট দিলেন তিনি। সাদা পোশাকও পড়লেন না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Nusrat Jahan in lok sabha election doing voting tollywood news

nusraat jahan voting: ভোট দিলেন নুসরত

আজ ভোট উৎসবের শেষ দিন। কলকাতায় সপ্তম দফায় ভোট। তারকারা নিজের নিজের কেন্দ্রে ভোট দিচ্ছেন। আর সেখানেই দেখা গেল নুসরত জাহানকে। 

Advertisment

ক্যমেরাবন্দী প্রাক্তন সংসদ। যদিও, এবার তিনি রাজনীতির মঞ্চে দাঁড়াননি। কিন্তু, ভোট দিতে সকাল সকাল পৌঁছলেন তিনি। আর তারকা সুলভ আচরণ না। বরং, একদম সাধারণের মতোই ভোট দিলেন তিনি। সাদা পোশাকও পড়লেন না। আর পাঁচজনের মতোই দেখা গেল নুসরতকে। 

তাঁর জন্য বিশেষ কোনও ব্যবস্থা নয়। সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেল তাঁকে। যাতে ধাক্কাধাক্কি না হয় সেই বুঝে ব্যবস্থা নিলেন তিনি। এমনকি এও বলেন, যেন অসুবিধা না হয় কারওর। অভিনেত্রীকে ভোট দিয়ে বেরিয়ে পোজ দিতেই দেখা গেল। 

আরও পড়ুন - Raj-Shubhashree: ‘লোকে ঠিকই বলে, গরীবের..’, ভোট দিতে গিয়েও নকল করলেন শুভশ্রী! মাকে হুইল চেয়ারে নিয়ে গেলেন রাজ…

বাবার সঙ্গে গিয়েছিলেন নুসরত ভোট দিতে। হাসিমুখে দেখা গেল তাদেরকে। নুসরত ভোট দিয়েই লিখলেন, "ইঙ্কড"। অভিনেত্রীকে নিয়ে এবার কম সমালোচনা হয়নি। তাঁর একটাই কারণ, সন্দেশখালি ঘটনা। তখন তাঁর অনুপস্থিতি আরও গরম করে তুলেছিল পরিবেশ। 

প্রসঙ্গত, গতবছর জিতেছিলেন নুসরত। বিয়ের পরই সংসদে শপথ নিতে দেখা গিয়েছিল তাদের। হাত ভর্তি মেহেন্দি, চূড়া পরে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ভিডিও ভাইরাল হয়েছিল ঝড়ের গতিতে। পাঁচবছরে পাল্টেছে অনেককিছুই। অন্যদিকে, এবছর তাঁদের প্রথম প্রযোজিত ছবি সেন্টিমেন্টাল রিলিজ করেছিল। 

tollywood Nusrat Jahan Entertainment News
Advertisment