/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Nusrat-759.jpg)
নুসরত জাহান। ছবি: ফেসবুক।
“আমি ধর্মনিরপেক্ষ দেশ ভারতের প্রতিনিধি। যেখানে জাতি ও ধর্মের ঊর্ধ্বে উঠে সংস্কৃতিকে সম্মান করা হয়। ধর্ম এবং ভগবানের কথা বলে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা অনুচিত”, সমস্ত বিতর্কের উদ্দেশ্যে টুইট করে এই কথাই বলেছিলেন নুসরত জাহান রুহি জৈন। আর তাতেই আপ্লুত ইস্কন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে নুসরত জাহানকে আমন্ত্রন জানিয়েছেন ইস্কন। এদিন একটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নুসরত।
তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন যে সমস্ত কট্টরপন্থীরা তাদেরকে আমল না দিয়েই নিজের কাজে সচল তৃণমূল সাংসদ। অভিনেত্রী নুসরত জাহান ইস্কনের আমন্ত্রন গ্রহণ করে সে বার্তাই দিলেন।
আরও পড়ুন, নুসরতের সিঁথির সিঁদুর নিয়ে তৃণমূলেই ‘ক্ষোভ’, পাশে লকেট!
বিয়ের পর থেকেই বিতর্কে জড়িয়ে এই নব্য নির্বাচিত সাংসদ। প্রথমদিন সংসদে শপথ নেওয়ার সময় বেগুনি পাড়ের সাদা রঙের শাড়ি, দু’হাতে চূড়া, হাত ভর্তি মেহেন্দি, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর- পরেছিলেন নুসরত। এরপরই শুরু হয়েছিল সমালোচনা। ধর্মসূত্রে তিনি মুসলিম, তাই কী করে সিঁদুর-মঙ্গলসূত্র পরেন? নুসরতের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন ধর্মের কট্টর মৌলবাদীরা।
Thank you @nusratchirps for accepting the Rathayatra invitation. You are really showing the road forward. Respecting and caring for what other believes and participating in others festivities & celebrations is a sure way to achieve that elusive social harmony..1/2 pic.twitter.com/wKTMXbm0nS
— Radharamn Das (@iskconkolkata) July 1, 2019
তবে বারবার প্রকাশ্যে নুসরত এর জবাব দিয়ে এসেছেন। ধর্মনিরপেক্ষ ভারতে কে কি পরবে সেটা তাঁর ব্যক্তিগত পছন্দ। আর এমনটাই থাকা উচিৎ। আট দিন ব্যাপী ইস্কনের রথযাত্রার অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।