scorecardresearch

বড় খবর

নুসরত-সায়ন্তিকা, সায়নীদের সঙ্গে মিঠাই-গুনগুনরাও তৃণমূলের ভাইফোঁটা আসরে

দেখা গেল না শুধু মিমি চক্রবর্তীকে।

নুসরত-সায়ন্তিকা, সায়নীদের সঙ্গে মিঠাই-গুনগুনরাও তৃণমূলের ভাইফোঁটা আসরে
সিনেপর্দা থেকে সিরিয়ালের তারকারা সকলে একমঞ্চে মিশে গেলেন ভাইফোঁটার পূণ্য তিথিতে (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)

বাঙালির উৎসব শেষ হয়েও যেন শেষ হতে চায় না। মহালয়ায় শুরু, শেষ ভাতৃদ্বিতীয়ায়। দুর্গাপুজোর আমেজ যেমন দেবীপক্ষ থেকেই শুরু হয়ে যায়। দীপাবলির রেশ তেমন থাকে ভাইফোঁটা অবধি। ভূড়িভোজ, আড্ডা, নতুন পোশাকে সাজ… উৎসবে মাতোয়ারা বাঙালি। তারকারাও অন্যথা নন। টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাস আয়োজিত ভাইফোঁটার আসরে এবার জমিয়ে দিলেন টলিপাড়ার নায়িকারা। নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ থেকে শুরু করে টেলিদর্শকদের প্রিয় ‘গুনগন’ ওরফে তৃণা সাহা, ‘মিঠাই’ সৌমিতৃষ্ণা কুণ্ডু, কে নেই সেই তালিকায়?

তালিকা আরও দীর্ঘ। একঝাঁক তারকা। এবার তিথি অনুযায়ী দু’দিন পরেছে ভাতৃদ্বিতীয়া। টলিপাড়ার সিংহভাগ তারকাই বৃহস্পতিবারটাকে বেছে নিয়েছেন ভাই-দাদাদের মঙ্গলকামনার জন্য। এদিনই বাঁশদ্রোণীর নবনীড় বৃদ্ধাশ্রমে ভাইফোঁটার আয়োজন করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। নায়িকারা তো বটেই এমনকী বৃদ্ধাশ্রমের মহিলা আবাসিকরাও মন্ত্রীকে ভাইফোঁটা দিলেন। তবে বৃদ্ধাশ্রমের ভাইফোঁটার আসরে নজর কাড়লেন টলিউডের অভিনেত্রীরা।

বৃদ্ধাশ্রমের ভাতৃদ্বিতীয়ার আসরে উপস্থিত ছিলেন তৃণমূলের তারকা সাংসদ, যুবনেত্রী, বিধায়কদের পাশাপাশি শাসকদলের তারকা সমর্থকরাও। সিনেপর্দা থেকে সিরিয়ালের তারকারা সকলে একমঞ্চে মিশে গেলেন ভাইফোঁটার পূণ্য তিথিতে। দেখা গেল নুসরত জাহান, সায়নী ঘোষ, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষ্ণা কুণ্ডু, তৃণা সাহা, রণিতা দাসের মতো টলিপাড়ার জনপ্রিয় মুখদের।

[আরও পড়ুন: দাদা জিতের মঙ্গলকামনায় শুভশ্রী, গায়কের স্ত্রীর কাছে ভাইফোঁটা নিলেন রাজও]

প্রসঙ্গত, রাজ্যের শাসকদলের সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই বাংলা সিনেপাড়ার তারকাদের সমাবেশ। সিরিয়ালের জনপ্রিয় নায়িকা যেমন মিঠাই, গুনগুনরা মুখ্যমন্ত্রীর আদরের পাত্রী। অতঃপর ভাইফোঁটার আসরেও ডাক পড়ল তাঁদের।

শাড়ি-গয়নায় সেজে এসেছিলেন প্রত্যেকেই। তবে নুসরত অবশ্য ব্যতিক্রম। বসিরহাটের নায়িকা সাংসদকে দেখা গেল ওয়েস্টার্ন পোশাকে। সায়নী, জুন মালিয়াকে অবশ্য সালোয়ারে দেখা গেল। সকলের মুখেই হাসি। অরূপ বিশ্বাসকে ফোঁটা দিয়ে শুরু হল ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান। এরপর বৃদ্ধাশ্রমের আবাসিকদেরও ফোঁটা দিলেন নায়িকারা। গান গাইলেন সায়নী ঘোষ। দাদু-দিদাদের আলিঙ্গন করে কাছে টেনে নিলেন সায়ন্তিকা, রণিতা, গুনগুন, মিঠাইরা। নায়িকাদেরও আদরে ভরিয়ে দিলেন বৃদ্ধ-বৃদ্ধারা। তবে দেখা গেল না শুধু মিমি চক্রবর্তীকে।

ভাইফোঁটার আসরে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানও হল। সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখা গেল নায়িকাদের সঙ্গে গানের তালে কোমর দোলাতে। সবমিলিয়ে জমজমাট তৃণমূলের ভাইফোঁটার আসর।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Nusrat jahan sayantika soumitrishna trina saha celebrates bhai fota with arup biswas