অভিনেত্রী-সাংসদ হলে যা খুশি তাই? নুসরতের কাণ্ডে ফের শোরগোল। শুটিং ফ্লোরে হাজির হলেন, নীল বাতির গাড়ি নিয়ে। তারপর? জোরালো তুলধোনা তাঁকে।
প্রযোজক হিসেবে সদ্যই আত্মপ্রকাশ ঘটেছে তাঁর। যশ সেনগুপ্তর সঙ্গে পার্টনারশিপে এইকাজ শুরু করেছেন তিনি। ফলেই এখন চূড়ান্ত ব্যস্ততা। অভিনেত্রী তো বটেই তবে, এবার দায়িত্ব অনেক। কিন্তু, দায়িত্বের ভারে শুটিং ফ্লোরে নীল বাতির গাড়িতে কেন? গাড়ি থেকে নামতে কিছুক্ষন, তারপর একসঙ্গে ভ্যানিটিতে উঠে গেলেন। 'মেন্টাল' ছবির শুটিং শুরু হয়েছে সবেমাত্রই।
আরও পড়ুন < ‘যেটা আমার সেটা আমার…’, টাকা নিয়ে ছেলে অভিষেকের সঙ্গে বিবাদ অমিতাভের! >
তবে, সরকারি গাড়িতে অভিনেত্রীকে শুটিং-এ আস্তে দেখে রীতিমতো রেগে আগুন নেটপাড়া। ধেয়ে এল কটাক্ষ! কাজের বেলায় নাম নেই এদিকে, সরকারের গাড়িতে চ্যাংড়ামো? সোজা প্রশ্ন ছুঁড়লেন বেশীরভাগ। নিজের গাড়িতে কেন নয়? না তো, পার্লামেন্ট যাচ্ছেন, না তো রাজনীতির প্রয়োজনে কোথাও। সেখানে খমতার অপব্যবহার করার কী দরকার?
অভিনেত্রী হয়ে যখন কাজ করছেন তখন সরকারের গাড়ি ব্যবহার করা উচিত নয়। বেশিরভাগের বক্তব্য, শুটিং করতে নীলবাতির গাড়ি কেন? আবার কেউ বললেন, ব্যক্তিগত কাজে নীলবাতির গাড়ি কে ব্যবহার করে? আবার কেউ তো পার্লামেন্টকে মেনশন করে নুসরতের কাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে বলেন। চরম সীমায় উন্নয়ন বলেও ধেয়ে এল কটাক্ষ।