Smart Didi Nandini: বিয়ে করলেন অফিস পাড়ার স্মার্ট দিদি, নন্দিনীর বর কে?

Smart Didi Nandini: এবার তাঁকেই বিবাহিত অবস্থায় দেখা গেল। মাথা ভর্তি সিঁদুর, শাখা পলা - নব বিবাহিত সাজেই দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, আইনি বিয়ে সেড়েছিলেন আগেই।

Smart Didi Nandini: এবার তাঁকেই বিবাহিত অবস্থায় দেখা গেল। মাথা ভর্তি সিঁদুর, শাখা পলা - নব বিবাহিত সাজেই দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, আইনি বিয়ে সেড়েছিলেন আগেই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
smart didi nandini got married

Smart Didi: বিয়ে করলেন স্মার্ট দিদি... Photograph: (Instagram)

Smart Didi Nandini: একসময়, কয়লাঘাটার অফিসপাড়ায় তাঁর ব্যবসা নিয়ে আলোচনা হয়েছিল। রান্না বান্না করে হঠাৎ করিয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তিনি যে হারে আকর্ষণের শিকার হতে শুরু করেছিলেন, তাতে করে অনেকেই এই দাবি করেছিলেন যে বেশিদিন হয়তো বা এই জৌলুস টিকবে না। দিনের পর দিন দেশ এবং বাংলাদেশের নানা ব্লগার তাঁর দোকানে এসে খেয়ে গিয়েছেন। এবার সেই নন্দিনী, নতুন অধ্যায় শুরু করেছেন।

Advertisment

তাঁর কথাবার্তা, মাঝেমধ্যে বাবাকে দেওয়া ধমকি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। এবার তাঁকেই বিবাহিত অবস্থায় দেখা গেল। মাথা ভর্তি সিঁদুর, শাখা পলা - নব বিবাহিত সাজেই দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, আইনি বিয়ে সেড়েছিলেন আগেই। তাহলে হঠাৎ করেই সামাজিক বিয়ে সেরে ফেললেন তিনি? নাকি আগে থেকেই প্ল্যান ছিল? সমাজ মাধ্যমে এসে নিজের বিয়ের কথা খোলসা করেছেন তিনি। নতুন যে বিয়ে হয়েছে সেকথা পরিষ্কার। কারণ, মেহেন্দি এখনও রয়েছে তাঁর হাতে। কী বলছেন তিনি?

কাকেই বা বিয়ে করলেন? সবকিছুই নিজের লাইভে জানিয়েছেন তিনি। অভিনেত্রী দীর্ঘ অনেকগুলো বছর সম্পর্কে ছিলেন। শুধু তাই নয়, আইনি বিয়ে সারার পর তিনি বেশিরভাগ সময়টা থাকতেন শ্বশুর বাড়িতেই। যদিও বা, বাবার বাড়িতেও রোজ যাতায়াত করতেন। কিন্তু এখন সামাজিক ভাবেও তিনি বিবাহিত। তিনি জানিয়েছেন, এই তো দোলের দিন চার হাত এক হয়েছে তাঁদের। যেখানে বাকিরা রং খেলেছে, সেখানে তিনি সিঁদুর খেলেছেন। এবং সবটাই খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই হয়েছে।

Advertisment

এই লাইভেই তিনি তাঁর বরকে সামনেও এনেছেন। রুদ্র দাস যার সঙ্গে ঘর পেতেছেন নন্দিনী দিদি, তাঁর বহুবছরের কাছের মানুষ। তাঁকে সঙ্গে নিয়েই লাইভে বসলেন তিনি। তাঁর এই নতুন সাজ দেখে অনেকেই প্রশংসা করেছেন। শুধু তাই নয়, কেউ কেউ তো এমনও বললেন, আগের থেকে বেশি তাঁকে এখন ভাল লাগছে। নতুন সাজে তিনি যে আরও রঙিন হয়ে উঠেছেন, সেই কথাই বলেছেন তিনি।

উল্লেখ্য, এদিক তিনি শ্যাম সুন্দরী মায়ের মন্দিরেও গিয়েছিলেন। সেখানে, তিনি নবজীবনের জন্য অনেক আশীর্বাদ নিয়েছেন। যদিও, আপাতত ঘোরতর সংসারী স্মার্ট দিদি।

Entertainment News Today entertainment Entertainment News