সিনেমাপ্রেমীদের জন্য অনেকটা দুর্গাপুজোর মতো বছরের এই সময়টা। কারণ শীতের আমেজের সঙ্গেই কলকাতা মাতে চলচ্চিত্র উৎসবে। ২০১৯-এ ২৫ বছরে পদার্পন করবে এই ফেস্টিভ্যাল। তাই তোড়জোড় শুরু হয়ে গেল এবছর থেকেই। ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক ঘোষনাতেই মিলল তার ঝলক। হাজির ছিলেন এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর মহুয়া বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত, মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিচালক গৌতম ঘোষ, ইন্দ্রনীল সেন।
বিগত কয়েক বছর ধরেই কেআইএফএফের উদ্বোধন করছেন অমিতাভ বচ্চন। এবছরও তার অন্যথা করল না পশ্চিমবঙ্গ সরকার। তবে এবারের তালিকাটা বেশ লম্বা। ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা করতে ১০ নভেম্বর বিকেল চারটেয় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন শাহরুখ খান, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান, নন্দিতা দাস, মহেশ ভাট, সঞ্জয় দত্ত, মাজিদ মাজিদি, ফিলিপ নয়েস, জিল বিলকক, সাইমন বেকার। প্রায় সত্তরটি দেশের ১,৫০০ ছবির থেকে বাছাই করে ৩২১টি ছবি দেখানো হবে সাতদিনের এই উৎসবে। যার মধ্যে ১৭১ টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি। বাকি ১৫০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র।
এবারে উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে বাছা হয়েছে উত্তম কুমার অভিনীত অ্যান্টনি ফিরিঙ্গিকে। বাংলা ছবির ১০০ বছর পূর্তি উদযাপিত হবে এবারে। ১১ থেকে ১৭ নভেম্বর চোদ্দটি কালজয়ী বাংলা ছবি দেখানো হবে। প্রকাশিত হবে ১৯১৭ থেকে ২০১৭ পর্যন্ত বেঙ্গলি ফিল্ম ডিরেক্টরি। আর ১১ নভেম্বর রবীন্দ্র সদনে দেখানো হবে পুনরুদ্ধার করা প্রাচীন ও বিখ্যাত চলচ্চিত্র। একশো বছর আগে বাংলা সিনেমাকে মানুষের কাছে এনেছিলেন হীরালাল সেন। ১৩ নভেম্বর তাঁকেই স্মরণ করে মঞ্চস্থ হবে 'হীরালালের বায়োস্কোপ' শীর্ষক নাটক। অভিনয় করবেন রূপঙ্কর বাগচী। এবছরের 'ফোকাস কান্ট্রি' অস্ট্রেলিয়া, আর বিশেষ ফোকাসে রয়েছে টিউনিসিয়া।
২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক ঘোষনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় #kiff2018 pic.twitter.com/xOjsqbhszE
— IE Bangla (@ieBangla) November 3, 2018
একথা সবারই জানা, অন্যান্য চলচ্চিত্র উৎসবের তুলনায় কেআইএফএফের পুরস্কার মূল্য বেশি। প্রতিযোগিতা বিভাগে সেরা ছবিকে দেওয়া হবে ৫১ লক্ষ টাকা আর সেরা পরিচালক পাবেন ২১ লক্ষ টাকা। সেই সঙ্গে বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি। বিশেষ হীরালাল মেমোরিয়াল অ্যাওয়ার্ড রয়েছে ভারতীয় ভাষার চলচ্চিত্র প্রতিযোগীদের জন্য। সেখানে শ্রেষ্ঠ ছবি পাবে ৭ লক্ষ এবং সেরা পরিচালকের পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা। এই কয়েকদিনে রয়েছে ফিলিপ নয়েসের মাস্টার ক্লাস, নন্দিতা রায়ের সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা। প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী সুপ্রিয়া দেবীর প্রতি স্পেশাল ট্রিবিউট।
বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি উন্মোচন। #kiff2018 pic.twitter.com/rnq45rfOcs
— IE Bangla (@ieBangla) November 3, 2018
উৎসবের থিম সংয়ের সুর করেছেন ও গেয়েছেন নিকিতা গান্ধী, তৈরি করা হয়েছে ১০০ বছরের বাংলা ছবির লোগো ও কার্টেন রেজার। এবছর সেন্টিনারি ট্রিবিউট দেওয়া হবে ফ্রেঞ্চ চলচ্চিত্র সমালোচক অ্যান্ড্রুজ় বেজিন ও সুইডিশ পরিচালক ইঙ্গমার বার্গম্যানকে। চলতি বছরে প্রর্দশনীর প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে হয়েছে ১৬টি। এই তালিকায় রয়েছে নন্দন ১, ২, ৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা সিনেমা, নিউ এম্পায়ার, বসুশ্রী, মিত্রা, কার্নিভ্যাল, আইনস্ক সিটি সেন্টার ওয়ান, নজরুল তীর্থ, পিভিআর ডায়মন্ড প্লাজা ও পিভিআর অবনি মল, চলচ্চিত্র শতবর্ষ ভবন ও নেতাজী ইন্ডোর স্টেডিয়াম।