জাতিস্মরকেই যাচাই করে নেওয়ার পালা তাহলে। ছবির খুচরো ঝলক তো দর্শকের সেই ইচ্ছতেই শাণ দিচ্ছে। অনেক চরিত্র, তাদের পালাবদল ও রহস্যে ঘেরা জীবনকে আধো অন্ধকার চিত্রনাট্যে বুনেছেন সৃজিত।
শঙ্করের উপন্যাস 'চৌরঙ্গী' অবলম্বনে তৈরি হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি 'শাহজাহান রিজেন্সি'। সেকারণেই হয়তো ট্রেলারের শুরুতেই বলা হয়েছে ''শঙ্করের চৌরঙ্গী পড়েছেন, ২০১৭ য় আমার গল্পটা চৌরঙ্গীর জাতিস্মর"। এবার এই জাতিস্মরকেই যাচাই করে নেওয়ার পালা তাহলে। ছবির খুচরো ঝলক তো দর্শকের সেই ইচ্ছতেই শাণ দিচ্ছে। অনেক চরিত্র, তাদের পালাবদল ও রহস্যে ঘেরা জীবনকে আধো অন্ধকার চিত্রনাট্যে বুনেছেন সৃজিত।
আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষায়-র মতো গানও উত্তেজনার পারদ বাড়াচ্ছে সিনেমাপ্রেমীদের মনে। আগেই জানা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবিতে স্য়াটা বোসের চরিত্রে নিজের বয়স বেশি মনে করেছেন। তাই চরিত্রটা করতে রাজি হননি। বুম্বাদাকে রিপ্লেস করেছেন আবির। আর অপারেশনের কারণে যিশুও বিশ্রামে ছিলেন। তাই তাঁর জায়গায় এসেছেন পরমব্রত। ২০১৯ এর ১৮ জানুয়ারী মুক্তি পাওয়ার কথা শাহজাহান রিজেন্সির। ছবিতে পরমব্রত, আবির, স্বস্তিকা ছাড়াও দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, অর্নিবাণ ভট্টাচার্য, পল্লবী চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদের মতো শিল্পীদের।