'অপু' ফিরে আসছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জুতোয় পা গলালেন আরিফিন শুভ

সত্যজিৎ রায়ের অপু হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর শুভ্রজিৎ মিত্রের ছবিতে অপুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। ছবির কথা ঘোষণা হয়েছিল আগেই এবার প্রকাশ্যে এল কাস্ট।

সত্যজিৎ রায়ের অপু হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর শুভ্রজিৎ মিত্রের ছবিতে অপুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। ছবির কথা ঘোষণা হয়েছিল আগেই এবার প্রকাশ্যে এল কাস্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
arifin shubho soumitra chatterjee apu trilogy

সত্যজিৎ রায়ের অপু হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর শুভ্রজিৎ মিত্রের অপু আরিফিন শুভ।

আরিফিন শুভ এবার কালজয়ী অপুর ভূমিকায়, সৌজন্যে 'অভিযাত্রিক'। অবাক হওয়ার তেমন কিছু নেই, এর সঙ্গে 'পথের পাঁচালি'-র একটা সম্পর্ক আছে বটে, তবে সেটা নিছকই উপন্যাসের নিরিখে। সত্যজিৎ রায় ‘অপু ট্রিলজি’ শেষ করেছিলেন, ১৯৫৯-তে ‘অপুর সংসার’ দিয়ে। ঠিক সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’। আর এই ছবির হাত ধরেই ষাট বছর পর বাঙালি দর্শকের সামনে ফের আসছে অপু। সত্যজিৎ রায়ের অপু হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর শুভ্রজিৎ মিত্রের ছবিতে অপুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। ছবির কথা ঘোষণা হয়েছিল আগেই, এবার প্রকাশ্যে এল কাস্ট। আর অ্যাডভেঞ্চার প্রিয় অপুর বন্ধুর ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।

Advertisment

avijatrik অপুর বন্ধুর ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। ছবি: সোশাল মিডিয়া

চিত্রনাট্যের বাঁধনে ফিরে আসছে দুর্গা, অপর্ণা, রাণুদি, এমনকি লীলাও। প্রসঙ্গত, 'অপরাজিত' উপন্যাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে লীলা, যা সত্যজিতের ট্রিলজিতে ছিল না। শুভ্রজিৎ ছবির চিত্রনাট্যও শুনিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি তথাগত বন্দ্যোপাধ্যায়কে। বাবা-ছেলের সম্পর্কের সমীকরণ তুলে ধরবেন শুভ্রজিৎ। ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে লীলার চরিত্রে, রাণুদির ভূমিকায় থাকছেন শ্রীলেখা মিত্র। তাঁর দিদির চরিত্রে অভিনয় করবেন সোহাগ সেন। এই ছবিতে ফিরে আসবে অপর্ণাও, আর সেই চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়।

Advertisment

আরও পড়ুন, বিরসার নতুন অভিযানে প্রিয়াঙ্কা, অনির্বাণ, রুদ্র, এবং সোহিনী

avijatrik অর্পিতা চট্টোপাধ্যায় রয়েছেন লীলার চরিত্রে। ছবি: সোশাল মিডিয়া

আরও পড়ুন, রাজ্যপাট সামলাবেন না দেব, ঘুচল রানি খোঁজার হয়রানি

'অভিযাত্রিক'-এর শুটিং শুরু হওয়ার কথা কিছুদিনের মধ্যেই। বেনারস, উত্তরবঙ্গ, দুমকা, উত্তর-পূর্ব ভারত, টাকি, বোলপুর ও কলকাতাকে চল্লিশের দশকের প্রেক্ষাপটে দেখাবেন পরিচালক, তাও সাদা-কালোয়। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাবেন বিক্রম ঘোষ। সুপ্রতিম ভোল রয়েছেন ক্যামেরার নেপথ্যে। পোশাক পরিকল্পনা করবেন অগ্নিমিত্রা পাল। অতএব, ‘ওয়ান্ডার লাস্ট অফ অপু’, অর্থাৎ ‘অভিযাত্রিক’, এখন সময়ের অপেক্ষা।

tollywood