মহাদেব....! গোটা ট্রেলার জুড়ে কেবলই পরমাত্মার নামগান। এক বাবার কাতর আর্জি কীভাবে ফেলেন মহাদেব, ওহ মাই গড -২ এর ট্রেলারে চমকে দেওয়ার মত তথ্য। ছবিতে শিবগণের এক অনন্য সদস্য হিসেবে রয়েছেন অক্ষয় কুমার।
Advertisment
পঙ্কজ ত্রিপাঠি, ক্রান্তি স্মরণ মুদগল এর চরিত্র ফুটিয়ে তুলেছেন পর্দায়। এক বাবা যার ছেলের সঙ্গে ঘটে গিয়েছে একটি ঘটনা। স্কুলে সেক্স এডুকেশন নিয়েই রাখা হয়েছে ছবির প্রেক্ষাপট। সেখানে, এক বাবা নিজের ছেলেকে বিপদ মুক্ত করতেই লড়ে যায় আইনের সঙ্গে। সে শিব অন্ত প্রাণ। মহাদেবের ওপর তাঁর অগাধ বিশ্বাস। ছেলেকে বাঁচাতেই তাঁর আরাধ্যর দ্বারস্থ তিনি।
ছবিতে বিরুদ্ধ আইনজীবীর চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম। সনাতন ধর্মের সঙ্গে সঙ্গে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে ছবিতে। বেশিরভাগ জুড়েই রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। যদিও, শিবগণের এক অঙ্গ হিসেবে অক্ষয়এর ডায়লগ শুনে কিছুটা স্তম্ভিত অনুরাগীরা। 'গঙ্গা কোথা থেকে বইছে, আমায় শেখাস না...' মহাদেবের অংশদের মুখে এহেন ভাষা? তবে, এডুকেশন সিস্টেমের এক বিরাট অংশকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। বর্তমানে, সোশ্যাল মিডিয়ার যুগে, একটি ভিডিও ছোটদের কী ক্ষতি করতে পারে সেটাই দেখানো হয়েছে এই ছবিতে।
মহাদেব এর দাস নয়... যে তাঁর ভক্ত মহাদেব তাঁর সঙ্গে ছায়ার মত থাকে। শিব ভক্তদের বেশ মনে ধরেছে এই ছবির ট্রেলার। সামান্য সেক্স এডুকেশনের ওপর এই ছবি নির্মিত বলে তাঁকে আটকে দেবে সেন্সর বোর্ড, এটি মেনে নিতে পারছেন না তাঁরা। বক্তব্য, আদিপুরুষ যদি ছার পায় তবে এটি কেন নয়।
গোটা গায়ে ভস্ম, মাথায় জটা, কপালে তিলক... অক্ষয়কে দেখে মুগ্ধ দর্শকরা। হাতে ডমরু, ভক্তের পাশে এসে দাঁড়ালেন তিনি। ছবিতে, দীর্ঘদিন পর দেখা যাবে রামায়ণ খ্যাত অরুণ গোবিলকে। কোনদিকে, এই ছবির ভবিষ্যত যায়, সে তো সময় বলবে। তবে, মহাদেবের ভক্তদের উন্মাদনা তুঙ্গে। পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় নিরাশ করেনি তাদের।