শ্রাবণ মানেই শিবের সময়, আর সেই সময়েই অক্ষয় কুমারের ওপর গুরুতর আরোপ। শিব হিসেবে অক্ষয়কে মেনে নিতে নারাজ বেশিরভাগ। নয়া নির্দেশিকা জারি করল সেন্সর বোর্ড।
মহাদেবের ভূমিকায় অক্ষয়। এছাড়াও রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। কিন্তু, এই ছবি ঘিরেই নানা মুশকিল। ছবি থেকে বাদ দিতে বলা হয়েছে নানা দৃশ্য। শিব সাজতে গিয়েই, গায়ে নীল রং এবং মাথায় জটা তাঁর সঙ্গে রুদ্রাক্ষের মালা.. বাবা মহাদেবকে নিয়ে ছেলেখেলা করছেন নির্মাতারা। কিন্তু, এবার উঠেছে নানা অভিযোগ।
'ওহ মাই গড' ছবির সিক্যুয়াল পার্ট অনুযায়ী তিনি শিবের ভূমিকায়। আর তাতেই আপত্তি জানিয়েছেন শিব ভক্তরা। মহাদেবের অপমান হয়েছে এতে। শুধু তাই নয়, মহাকালেশ্বর মন্দিরের নানা দৃশ্য দেখানো হয়েছে এই ছবিতে। সেইগুলো যাতে মুছে ফেলা হয় এমন দাবি করা হয়েছে। এখানেই শেষ নয়, খোদ মহাদেব না, বরং তাঁর দূত হিসেবে যেন এই ছবিতে অক্ষয়কে দেখানো হয় এই ছবিতে, এমন দাবি রেখেছে সেন্সর বোর্ড।
কিন্তু, এতে অনেক সমস্যা রয়েছে। ছবি রিলিজ করার কথা, ১১ই আগস্ট। এখন এত পরিবর্তন আনতে গেলে বেজায় সমস্যা। পিছিয়ে যেতে পারে ছবির মুক্তির দিন। কাঁটাছেড়া করতে গিয়ে ছবির ওপর প্রভাব পড়তে পারে। চূড়ান্ত দোনামনায় ছবির নির্মাতারা।
উল্লেখ্য, কিছুদিন আগেই হৃতিক রোশন থেকে বাদশা পড়েছিলেন শিব ভক্তদের রোষানলে। গানের মধ্যে বিকৃতভাবে মহাদেবের নাম কিংবা জমাটোর প্যাকেটে মহাকালেশ্বর নাম দেখেই তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন তাঁরা। এবার, ফ্যাসাদে অক্ষয় কুমার।