শিল্পীরা সৃষ্টির হিসেব রাখেন না। রাখতেও জানেন না। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে তাঁদের মাথায় উঁকি দিতে থাকে নিত্যনতুন সৃষ্টির ধ্যান-ধারণা। হিসেব রাখেননি 'লতাজি'ও। নয়ের দশকে একটি গান গেয়েছিলেন- 'কুছ ঠিক নেহি লাগতা…'। গেয়েছিলেন বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) একটি সিনেমার জন্য। কিন্তু কোনও অজ্ঞাত কারণবশত সেই মেলোডিয়াস গান মুক্তি পায়নি। তবে মঙ্গলবার লতা মঙ্গেশকরের জন্মদিন (Lata Mangeshkar's Birthday) উপলক্ষে প্রায় ২ দশক পরে সেই গান প্রকাশ্যে নিয়ে এলেন বিশাল ভরদ্বাজ খোদ।
Advertisment
গানের কথা গুলজার সাহেবের। নয়ের দশকে, বিশাল ভরদ্বাজ পরিচালিত সেই ছবি আর মুক্তি পায়নি। অতঃপর 'লতাজি'র গানটিও অপ্রকাশিত রয়ে যায়। তবে মেলোডি ক্যুইনের ৯২ বছরের জন্মদিনে অভিনব উদ্যোগ নিলেন পরিচালক বিশাল। সঙ্গীত সম্রাজ্ঞী লতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে উপহার-স্বরূপ প্রকাশ্যে আনলেন 'কুছ ঠিক নেহি লাগতা…' (Theek Nahi Lagta) গানটি। গোটা গানটি জুড়ে অসাধারণ সেতার যন্ত্রের সুর প্রয়োগ করা হয়েছে। যার নেপথ্যে রয়েছেন নীলাদ্রি কুমার। কম্পোজারের দায়িত্বে বিশাল খোদ।
ভিডিও অ্যাপ মোজ এবং বিশাল ভরদ্বাজের সঙ্গীত সংস্থা 'ভি বি মিউজিক'-এর যৌথ উদ্যোগে এই অপ্রকাশিত গান মুক্তি পেল। কিংবদন্তী গায়িকার বেশ কিছু অদেখা ছবি কোলাজ করে ভিডিও সাজিয়েছেন খোদ পরিচালক বিশাল। সেই সম্পর্কে জানান দিলেন লতাজি সম্পর্কে কিছু অজানা তথ্যও। যেমন- গোড়ার দিকে লতা মঙ্গেশকরের নাম ছিল হেমা। কিন্তু পরে গায়িকার পিতা দীননাথ মঙ্গেশকরের একটি নাটকের চরিত্র লতিকা নামটি পছন্দ হয়ে যায়। আর সেখান থেকেই হেমা নাম বদলে নতুন নামকরণ করা হয় লতা মঙ্গেশকর।
ই মেলোডিয়াস গান ইতিমধ্যেই মন কেড়েছে শ্রোতাদের। ঘণ্টাখানেকর মধ্যেই ইউটিউবে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজারেরও বেশি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন