scorecardresearch

মামা-ভাগ্নির জন্মদিন একই দিনে, বোনের থেকে অনন্য উপহার পেলেন সলমন

কন্যাসন্তানের মা হলেনঅর্পিতা খান। সলমন খানের জন্মদিনেই কন্যা সন্তান আয়াত খানের জন্ম দিলেন অর্পিতা।

arpita khan
কন্যা সন্তানের জন্ম দিলেন সলমনের বোন অর্পিতা। ফোটো- ইনস্টাগ্রাম

অর্পিতা খান ও আয়ুশ শর্মা ফের বাবা-মা হলেন। শুক্রবার সলমন খানের জন্মদিনেই কন্যা সন্তানের জন্ম দিলেন বোন অর্পিতা। ইনস্টাগ্রামে এই খবর জানালেন আয়ুশ শর্মা। তাদের দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন আয়াত খান। পরিবারের তরফের বিবৃতি দেওয়া হয়েছে।

সেখানে লেখা হয়েছে, ”আনন্দের সঙ্গে জানাচ্ছি কন্যা সন্তানের জন্ম হয়েছে আমাদের পরিবারে। পরিবার, বন্ধু ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ পাশে থাকার জন্য। অক্লান্ত সমর্থন ও ভালবাসা দেওয়ার জন্য মিডিয়ার বন্ধুদেরও ধন্যবাদ। আপনাদের ছাড়া এই পথ সম্পূর্ণ হত না।”

 

View this post on Instagram

 

We’ve been blessed with a beautiful baby girl. Thank you so much for all the love and blessings for Ayat Sharma

A post shared by Aayush Sharma (@aaysharma) on

আরও পড়ুন, ৭১ বছরে ড্রিমগার্ল অবতারে হেমা মালিনী, নায়ক রাজকুমার রাও

অর্পিতা-আয়ুশের তিন বছরের ছেলে আহিল রয়েছে। খান-দান-এ আজকে ডবল সেলিব্রেশন। সলমনের ৫৪ তম জন্মদিন সঙ্গে আয়াতের জন্ম। হাসপাতাল থেকে বেরিয়ে পাপারাৎজিদের উত্তরে আয়ুশ বলেন, ”ইটস এ বেবি গার্ল।” খান পরিবারে খুশির হাওয়া।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: On salman khans birthday arpita khan and aayush sharma blessed with a baby girl