"তোমরা একটি মানুষকে খুন করতে পারো। তাঁর আদর্শকে না। আমারে দাবায়ে রাখতে পারবা না…"- শেখ মুজিবর রহমান মানেই প্রতিবাদের ভাষা কিংবা গর্জে ওঠার আরেক নাম। আজ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী, আর সেই উপলক্ষেই তাঁকে অভিনব শ্রদ্ধার্ঘ্য জানালেন পরিচালক শ্যাম বেনেগাল। প্রকাশ্যে আনলেন বঙ্গবন্ধুর বায়োপিক 'মুজিব'-এর পোস্টার।
Advertisment
'মুজিব: দ্য মেকিং অফ এ নেশন', বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই এই ছবির ঘোষণা হয়েছিল। তবে অতিমারীর কোপে পড়ে একাধিকবার শুটিং স্থগিত থেকেছে। সিংহভাগ শুট শেষ হলেও বাকি রয়ে গিয়েছে কিয়দংশ। চলতি মাসেই সিনেমার বাকি থাকা অংশের শুট শেষ করতে চলেছেন শ্যাম বেনেগাল। ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এই প্রজেক্টে অভিনয় করছেন বাংলাদেশের তিনি জনপ্রিয় তারকা- আরফিন শুভ, নুসরত ফারিয়া, নুসরত ইমরোজ তিসা।
বঙ্গবন্ধুর ভূমিকায় দেখা যাবে আরফিন শুভকে। তাঁর স্ত্রী ফাজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করেছেন নুসরত ইমরোজ তিসা। আর শেখ হাসিনার ভূমিকায় রয়েছেন নুসরত ফারিয়া। ২০২০ সালেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কোপে পড়ে তা পিছিয়ে যায় এক বছর। শেষমেশ, একুশের জানুয়ারিতে মুম্বইয়ের ফিল্মসিটিতে ঢাকার প্রেক্ষাপট তৈরি করে শুট শুরু করেন পরিচালক শ্যাম বেনেগাল।
গতবছর মার্চে জোরকদমে শুট চলছিল। ফিল্মসিটিতে ফুটে উঠেছিল একটা আস্ত ধানমন্ডি। তখন ভাবা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের আগেই ছবিটি রিলিজ করা হবে। তবে বাদ সাধে অতিমারী। তবে বঙ্গবন্ধুর বায়োপিক তৈরির কাজ অত সহজ নয়। শেষমেশ আরেকটু সময় নেন পরিচালক।
বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে শেখ মুজিবর রহমানের বায়োপিক। ১৭ মার্চ, বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন