রাজ্যের তৃতীয় দফা ভোট। তিন জেলায় মোট ৩১টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে শ্যামপুর কেন্দ্রের ভোটবাক্সেও আজ তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty) ভাগ্য়গণনার লড়াই। সংশ্লিষ্ট কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেত্রী। রাজনীতির ময়দানে পা রেখেই পদ্ম শিবিরের তরফে নির্বাচনী টিকিট পেয়ে গিয়েছেন। প্রচারের ময়দানে কসরতও কম করেননি! কারণ, প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট প্রার্থী কালীপদ মণ্ডল। আজ তারই পরীক্ষা। অতঃপর ভোটের দিন সকাল সকালই শ্যামপুরের বিভিন্ন এলাকার বুথ পরিদর্শনে বেরিয়েছেন। আর তার মাঝেই এলাকার এক তৃণমূল এজেন্টের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ালেন বিজেপি (BJP) প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। তাঁর অভিযোগ, "সংশ্লিষ্ট বুথে শাশুড়ির হয়ে ভোট দিচ্ছেন বউমা!"
প্রসঙ্গত, হাওড়ার শ্যামপুর (Shyampur) কেন্দ্রের বুথে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী তনুশ্রী। শাশুড়ির হয়ে বউমা ভোট দিতে এসেছেন বলে অভিযোগ। সেই অভিযোগ কানে আসা মাত্রই সংশ্লিষ্ট বুথে তড়িঘড়ি হাজির হন পদ্ম শিবিরের তারকা প্রার্থী। এরপরই ওই বুথে তনুশ্রীর সঙ্গে তুমুল বাদানুবাদে জড়ান তৃণমূল (TMC) এজেন্টরা। অভিনেত্রী যখন নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেগেছেন, পালটা ড্য়ামেজ কন্ট্রোল করতে ময়দানে নামেন তৃণমূলের এজেন্টরাও।
সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের দাবি, "শাশুড়ি আসলে চোখে দেখতে পান না, তাই বলে তাঁর হয়ে বউমাকে ভোট দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।" তবে এই যুক্তি আদৌ তনুশ্রীর কাছে ধোপে টেকেনি! অতঃপর অনিয়মের অভিযোগ তুলে তুমুল বচসায় জড়ান তিনি।
অন্যদিকে, রাজ্যের তৃতীয় দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021, Phase 3) আজ উলুবেড়িয়া (Uluberia) দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও ভোটগ্রহণ প্রক্রিয়া। সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি তারকা প্রার্থী পাপিয়া অধিকারীও (Papiya Adikari) বুথ পরিদর্শনে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ। পাপিয়াকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠলো কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে। অতঃপর বুথের বাইরে দাঁড়িয়েই জওয়ানদের সঙ্গে বচসায় জড়ালেন পদ্মপ্রার্থী। এরপরে বুথে থাকা তৃণমূল কর্মীদের সঙ্গেও বাকবিতণ্ডা শুরু হয় পাপিয়ার। ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকদের অভিযোগ, সংশ্লিষ্ট বুথ পরিদর্শনে গিয়ে ভিতরে প্রবেশ করে অভিনেত্রী প্রার্থী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন, তাই তাঁকে আটকানো হয়।