/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/srabanti-4.jpg)
'পিসির উন্নয়ন' নিয়ে বিঁধতে গিয়ে নিজেই ট্রোলড হয়েছিলেন। এবার ফের একবার বিস্ফোরক মন্তব্য় করে বসলেন পদ্ম শিবিরের 'ভাবী প্রার্থী' শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। রাজ্য়ের শাসক দলের প্রতি তোপ দেগে অভিনেত্রীর মন্তব্য, "বোম-বুলেট নিয়েই তৃণমূলের ভোট-সংস্কৃতি।" 'ভাবী প্রার্থী'ই বটে! দিন দুয়েক আগে, ময়নায় প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার হয়ে ভোটপ্রচারে গিয়ে গেরুয়া শিবিরের নায়িকা সদস্য নিজেই ইঙ্গিত দিয়েছেন যে, তাঁকে হয়তো প্রার্থী করা হতে পারে। অবশ্য গেরুয়া মন্ত্রে দীক্ষিত হওয়ার পর থেকেই একুশের ভোটযুদ্ধে পদ্ম শিবিরে সদ্য যোগ দেওয়া অভিনেত্রীর প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে।
উপরন্তু পালে হাওয়া লেগেছে, দিলীপ ঘোষের মন্তব্যে। বৃহস্পতিবারই নাকি বিজেপির (BJP) তরফে প্রার্থীপদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। এবার সেই প্রেক্ষিতেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম আরও একবার উঠে এল। আজই সম্ভবত তাঁকে প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে জোর গুঞ্জন রাজনৈতিক মহলের অন্দরে। তবে গেরুয়া শিবিরে যোগদানের পর থেকেই অভিনেত্রী যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রতিপক্ষ শিবিরের প্রতি একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে আক্রমণ করে চলেছেন, তা রীতিমতো চোখে পড়ার মতো। যে অভিনেত্রীকে কিনা একদা একুশের মঞ্চে দেখা যেত, সেই তিনিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করতে পিছপা হচ্ছেন না। দিন দুয়েক আগেই কটাক্ষ করে বলেছিলেন, 'পিসি-ভাইপোর রাজনীতির জন্যই দল বদলাতে বাধ্য হয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।' এবার তো আরও একধাপ এগিয়ে 'ভোট লুঠের' অভিযোগ আনলেন শ্রাবন্তী।
অভিনেত্রীর কথায়, "বোম-বুলেটের নিশানাতেই তৃণমূলের ভোটসংস্কৃতি চলছে। রাজ্য়বাসীর উচিত এবার এর বিরুদ্ধে গর্জে ওঠা।" পাশাপাশি মোদী-মন্ত্রে 'সোনার বাংলা গড়া'র ডাকও দিয়েছেন শ্রাবন্তী। অতঃপর একুশে (West Bengal Assembly Election 2021) বাংলায় পদ্মফুল ফোটানোর লড়াইয়ে শ্রাবন্তী যে ইতিমধ্যেই শরীক হয়েছেন, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, শ্রাবন্তী বিজেপিতে যোগদানের পর অনেকেই আবার তৃণমূলের (TMC) ‘স্টার’ প্রার্থীদের সঙ্গে তাঁর তুলনা টানা শুরু করেছেন। বলছেন, ঘাসফুল শিবিরের বাঘা-তারকা যদি জুন-সায়নী, সায়ন্তিকা কিংবা কৌশানীরা হন, তাহলে পদ্ম শিবিরের ‘স্টার’ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তা টিকিট পেলেও ভোটবাক্সে তার প্রভাব খাটবে কি? উত্তর মিলবে ২মের নির্বাচনী মার্কসিটেই।
It’s time for Bengal to rise against the bombs and bullets election culture of the TMC regime. Let us join Shri Narendra Modi on 18 March on his endeavor of creating ‘Sonar Bangla’.#BJPErOngikarSonarBangla
— Srabanti (@srabantismile) March 18, 2021