বলিউড গায়কদের নিয়ে কেন এত মাতামাতি করেন বাংলার লোক? প্রশ্ন তুলেছিলেন রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। সেই তিনিই কিনা এবার জনপ্রিয় হিন্দি গানের সুর চুরি করে পাল্টা নেটদুনিয়ার প্রশ্নের সম্মুখীন হলেন!
Advertisment
কেকে-বিতর্কের পর ভয়ঙ্করভাবে ট্রোলড হয়েছিলেন রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। বর্তমানে অবশ্য স্বাভাবিকজীবনে ফিরেছেন। বেশ কিছু গান রেকর্ডিং করার ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে। তবে সেই বিতর্কের রেশ সম্ভবত এখনও কাটেনি। কারণ? রূপঙ্করের 'পরম্পরা' গানে বলিউডি গানের সুর খুঁজে পেয়েছেন নেটজনতার একাংশ। গানের প্রথম কয়েক লাইন শুনলেই তা আর বুঝতে বাকি থাকে না যে, কোন জনপ্রিয় হিন্দি গানের সুর এটা।
মাধবন (R Madhaban), দিয়া মির্জা অভিনীত 'রেহেনা হ্যায় তেরে দিল মে' সিনেমার সুপারহিট গান 'দিল কো তুমসে প্যায়ার হুয়া…'। যা কিনা আজও শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। অতঃপর রূপঙ্কর তাঁর নয়া গান 'পরম্পরা'র ভিডিও ফেসবুকে পোস্ট করতেই শোরগোল শুরু হয়।
নেটদুনিয়ার একাংশ সেই পোস্টের কমেন্ট বক্সেই লিখে ফেলেন- "প্রথমে অরিজিনাল ভেবে ভুল করেছিলাম। কিন্তু এ তো জনপ্রিয় হিন্দি গানের সুর!" কেউ তো আবার গায়ককে এও নিদান দেন যে, "আরে দাদা এবার অরিজিনাল কিছু বানান।" আরেকপক্ষর মন্তব্য, "আপনি নিজেই বলিউডি গায়কদের মাতামাতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবার তাহলে আপনি কেন হিন্দি গানের সুর চুরি করলেন।" সবমিলিয়ে ট্রোলের বন্যা।
প্রসঙ্গত, কেকে-বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না রূপঙ্কর বাগচির। জনপ্রিয় বেকারি সংস্থার তরফে তুলে নেওয়া হয়েছে তাঁর গাওয়া জিঙ্গলস। সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন বটে, কিন্তু গায়কের শোয়ের থমথমে ভিড়-ই প্রমাণ যে শ্রোতা-অনুরাগীদের কাছে কতটা বিরাগভাজন হয়েছেন গায়ক। এবার হিন্দি গানের সুর চুরি করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন