Advertisment
Presenting Partner
Desktop GIF

'কবে আসবে আচ্ছে দিন?', পুরনো টুইট তুলে কৃষি বিল নিয়ে মালব্যকে 'খোঁচা' সাংসদ নুসরতের

সোশ্যাল মিডিয়ায় ফের নুসরত জাহান এবং অমিত মালব্য সংঘাত!

author-image
IE Bangla Web Desk
New Update
nusrat-amit

সোশ্যাল মিডিয়ায় ফের নুসরত জাহান (Nusrat Jahan) এবং অমিত মালব্য (Amit Malviya) সংঘাত! অমিত মালব্যর পুরনো এক টুইট প্রকাশ্যে এনে তৃণমূল সাংসদ নুসরত জাহান ফের আক্রমণ করলেন বিজেপি আইটি সেলের মুখপাত্রকে। ব্যাঙ্গাত্মকভাবেই প্রশ্ন ছুঁড়ে দিলেন, "কবে আসবে আচ্ছে দিন?"

Advertisment

সালটা ২০১০। কংগ্রেস সরকারের জমানায় দেশে বাড়তে থাকা খাদ্যসামগ্রী ও সবজির দাম নিয়ে বিরোধীপক্ষকে বিঁধে একটি টুইট করেছিলেন অমিল মালব্য। কৃষকদের পাশে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধির জেরে ডাকা ভারতবন্ধকে সমর্থন করে সেসময়ে তিনি টুইটে লিখেছিলেন, "৪ জনের পরিবারের এক সপ্তাহের সবজি কিনলে দাম পড়ে ৮০০ টাকা। কী ধরণের মূল্যবৃদ্ধি এটা? মূল্যবৃদ্ধির জেরে ডাকা আগামীকালের ভারত বন্ধকে আমি সমর্থন করছি। আপনি করছেন কি?" বছর দশেক আগের সেই টুইট শেয়ার করেই অমিত মালব্যকে বিঁধলেন তৃণমূল সাংসদ।

কৃষি বিল নিয়ে দেশে চলতে থাকা প্রতিবাদের মাঝেই বিজেপির মুখপাত্রকে স্মরণ করিয়ে দিলেন যে, "২০১০ সালে কে মনে করিয়ে দিয়েছিল, মনে আছে সেকথা? কবে আসবে সেই আচ্ছে দিন?" উল্লেখ্য, দিল্লিতে কৃষক বিক্ষোভ নিয়ে উত্তাল গোটা দেশ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষকদের সমর্থনে সুর চড়িয়ে কেন্দ্রের উদ্দেশে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পথে হেঁটেই তৃণমূল সাংসদ নুসরত জাহানও সদ্য পাশ হওয়া কৃষি বিল নিয়ে একাধিকবার তোপ দেগেছেন গেরুয়া শিবিরের উদ্দেশে।

প্রসঙ্গত দিন কয়েক আগেই কৃষি বিলের নেতিবাচক দিকগুলি ব্যাখ্যা করে আরেকটি টুইটে অমিত মালব্যকে একহাত নিয়েছিলেন নুসরত জাহান।

Nusrat Jahan amit malviya
Advertisment