রাহুল গান্ধীকে নিয়ে সম্প্রতি রাখা হল 'কৌন বনেগা ক্রোড়পতি'-র একটি প্রশ্ন যা শুনে বহু দর্শকই বেশ চমকে গিয়েছেন। মজার কথা হল সেই প্রশ্নের ঠিকঠাক উত্তরও দিতে পারেননি প্রতিযোগী ফলে তাঁর ক্রোড়পতি হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। মজার বিষয় হল, এর পরে ওই প্রশ্নোত্তর পর্বের স্ক্রিনশট তুলে টুইট করেন মধ্যপ্রদেশের এমপি তেজস্বী সূর্য। তাঁর টুইটে বেশ একটা মজা ছিল, এর পরে রাহুল গান্ধীর প্রসঙ্গটি নিয়ে বেশ সরগরম হয়ে ওঠে টুইটার।
প্রশ্নটা ছিল এই রকম-- ১৭তম লোকসভার একজন সদস্য জাপানিজ মার্শাল আর্ট আইকিডো-তে ব্ল্যাক বেল্ট, কে তিনি? প্রশ্নের সঙ্গে সঙ্গেই স্ক্রিনে ভেসে ওঠে চারটি অপশন-- গৌতম গম্ভীর, অনুরাগ ঠাকুর, রাহুল গান্ধী ও তেজস্বী সূর্য। এর মধ্যে একটি নাম বেছে নিতে বলা হলে প্রতিযোগী অনেক ভেবেচিন্তে লক করেন তেজস্বী সূর্যের নাম। কিন্তু উত্তরটি ছিল ভুল। সঠিক উত্তর হল রাহুল গান্ধী।
আরও পড়ুন: নতুন ‘ভূতের’ ধারাবাহিকে আসছেন পায়েল দে
ভুল উত্তর দিয়ে শেষমেশ ৬, ৪০, ০০০ টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে মধ্যপ্রদেশের নরেন্দ্র কুমারকে। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা বলেই কি মধ্যপ্রদেশের সাংসদ তেজস্বী সূর্যের নামটি লক করেছিলেন? তা অবশ্য জানা যায়নি। কিন্তু তাঁর রাজ্যের এমপি বিষয়টিতে বেশ আমোদ পেয়েছেন। তিনি ওই প্রশ্নের স্ক্রিনশট টুইটারে আপলোড করে লেখেন-- ''সরি ভাই, আমার খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে, আমি যদি সত্যিই আইকিডো-তে ব্ল্যাক বেল্ট হতাম, তাহলে আপনি আজ বড়োলোক হয়ে যেতে পারতেন।''
ওই টুইটে প্রচুর মন্তব্য ও লাইক আসতে থাকে। পাশাপাশি সঠিক উত্তর নিয়েও অনেকে টীকা-টিপ্পনি করতে থাকেন। রাহুল গান্ধী যে এই বিশেষ মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, সেটা অনেকেরই জানা ছিল না। টুইটারে বহু মানুষের কমেন্ট দেখেই তা বোঝা গিয়েছে। আসলে রাজনৈতিক ব্যক্তিত্বদের অন্যান্য দিকগুলি বেশিরভাগ সময়েই চাপা পড়ে যায় রাজনৈতিক প্রতিবেদন, চাপান-উতোর ও বিতর্কে। আর সেই সুযোগেই এমন একটি কঠিন প্রশ্ন পেয়ে গিয়েছে কেবিসি।
এমন অনেক অজানা তথ্যই কিন্তু কেবিসি দেখতে বসে জানতে পারেন দর্শক। আর তাই এই শোয়ের এত জনপ্রিয়তা।