ক্রিস্টোফার নোলানের ছবি ঘিরে বিতর্ক! ওপেনহাইমার ছবিতে হিন্দুধর্মকে অপমান। যৌন দৃশ্যে আওরালেন ভগবদ গীতা। তারপর?
ওপেনহাইমার ছবি নিয়ে চরম চর্চা! এই ছবি দেখতে দৌড়াচ্ছেন ভক্তরা। তবে, এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে এই ছবির বিরুদ্ধে। যৌন দৃশ্যের সময় সিলিয়ান মারফি গীতার শ্লোক আওড়াচ্ছেন! এও সম্ভব? কানে যেতেই রেগে আগুন হিন্দুরা। কেউ কেউ, একে নোলানের আর্টিস্ট্রি বলেও উল্লেখ করেছেন। আবার কেউ কেউ, হিন্দু ধর্মের আঘাত বলে একে উল্লেখ করেছেন।
প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ধিক্কার জানিয়েছেন সমস্ত ঘটনায়। ফিল্ম সেন্সর বোর্ড এহেন একটি দৃশ্য কীভাবে ছবিতে রাখার অনুমতি দেয়, এই নিজেই চিন্তিত তিনি। এদিকে, মন্ত্রণালয় থেকে ক্রমাগতই এই দৃশ্যকে নিয়ে চাপ দেওয়া হচ্ছে। ইনফরমেশন কমিশনার উদয় মহুরকারের তরফে জানানো হয়েছে, "একদম সামনাসামনি জানাচ্ছি, এটা ধর্মের প্রতি চিরাচরিত আঘাত। কয়েকশো কোটি হিন্দু মানুষের মনে আঘাত লেগেছে। তিনি আরও বলেন, এই দৃশ্য যদি বাদ দেওয়া হয় তবে, হিন্দুদের মনে জায়গা করে নেবেন ছবির নির্মাতারা। এবং বন্ধুত্বের এক নিদারুণ নিদর্শন স্থাপিত হবে।"
আরও পড়ুন < ‘বাজারে আমার ব্লু ফিল্ম’, অডিশনের নামে অন্ধকার জায়গায় ডাক! ‘বড় পরিচালকের’ ইঙ্গিত দিলেন রতন >
একজন বিজ্ঞানীর জীবনে যৌন দৃশ্যে গীতার শ্লোক আওড়ানোর কী প্রয়োজন ছিল, আজও বুঝতে পারছেন না তিনি। আবার অনেকে, এটিকে অ্যান্টি হিন্দু ফোর্সের ষড়যন্ত্র বলেই দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বয়কট ওপেনহাইমার। কেউ বলছেন, এটা কি ধরনের দৃশ্য? আবার কেউ কেউ, নোংরা বলেও সম্বোধন করছেন।
উল্লেখ্য, দেশের সর্বত্রই প্রায় রিলিজ করেছে এই ছবি। শুরুর সপ্তাহেই এই ছবি ৩ মিলিয়ন ডলারের ব্যাবসা করেছে। এমনকি ক্রিস্টোফার নোলানকে চিঠিও দেওয়া হয়েছে।