orry Touches Urvashi Breast: ২৫ ফেব্রুয়ারি দুবাইয়ে জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশনে মেতে ছিলেন বার্থডে গার্ল ঊর্বশী রাওতেলা। পরিবারের কিছু মানুষজন আর বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিন পালন করেছেন ঊর্বশী। সোশ্যাল মিডিয়ায় বার্থডে পার্টির রঙিন মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন গ্ল্যাম ডিভা ঊর্বশী রাওতেলা। হিরেখচিত ড্রেসে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। ঊর্বশীর জন্মদিন পার্টিতে জমকালো উদযাপনের ছবি-ভিডিওর পাশাপাশি যে বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হল প্রতিটি পোস্টে 'ওরি' যোগ।
/indian-express-bangla/media/post_attachments/2a4e5c08-ebb.jpg)
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ঊর্বশীকে প্রেমিকা, স্ত্রী সম্বোধন করেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি। একটি ছবিও নেটপাড়ায় তুমুল ভাইরাল। প্রকাশ্যে ঊর্বশীর স্তনে হাত রেখে ক্যামেরায় পোজ দিয়েছেন ওরি। আর ছবির সঙ্গে লিখেছেন, 'শুভ জন্মদিন, আমার প্রেমিকা, আমার জীবন, আমার স্ত্রী।' আদার জৈন ও আলেখা আডবাণীর বিয়েতে সাদা প্যান্ট, লাল কুর্তা আর মানানসই জহরকোটে 'সুপারকুল' লুকে হাজির হয়েছিলেন ওরি। সেই ছবি দেখে ঊর্বশী মন্তব্য করেছিলেন, 'তোমার বিয়ের নিমন্ত্রণের অপেক্ষায় রয়েছি।' ওরির পালটা উত্তর, 'আমাদের'।
নেটপ্রভাবীর এই উত্তরে অনেকের মনেই প্রশ্ন জেগেছে মায়ানগরীতে ফের বসতে চলেছে বিয়ের আসর? বিয়ের গুঞ্জন উসকে ঊর্বসীর জন্মদিনে ফের তাঁকে প্রেমিকা-স্ত্রী সম্বোধন করে চর্চায় ঘৃতাহুতি খোদ ওরির। ঊর্বশীর ৩১ তম জন্মদিন পার্টির রাতে তাঁরই ছবির Dabidi Dibidi গানে জমিয়ে নাচছিলেন ওরি। আচমকা ঊর্বশীকে এমন গুঁতো দিলেন...!! উল্টে যেতে যেতেও হাসি মুখে পরিস্থিতি সামলে নেন ঊর্বশী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করে ওরি মজা করে লেখেন, 'আমার দ্বারা প্রথম কোনও মহিলা ধাক্কা খেল।'
ওরি-র বন্ধু অনন্যা পাণ্ডে, বেদান্ত মহাজন ভিডিও দেখে একেবারে চক্ষু চড়কগাছ। ঊর্বশীর জন্মদিন পার্টিতে ওরির তঁকে জড়িয়ে ধরা, চুমু খাওয়ার বেশ কিছু মুহূর্তও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত,২৩ ফেব্রুয়ারি ভারত-পাক হাইভোলটেজ ম্যাচে দুবাইয়ে উপস্থিত ছিলেন ঊর্বশী রাওতেলা। দোসর তাঁর বন্ধু ওরি। ভারত-পাকের ম্যাচের শেষে ভারতের জয়ের পর ওরির সঙ্গে দুজনে জমিয়ে নেচেছিলেন। একদিকে ভারতের জয়ের আনন্দ অন্যদিকে প্রাক জন্মদিনের উপহার প্রাপ্তি। মাঠের সহকর্মীদের থেকে বার্থডে কেক উপহার পেয়েছিলেন ঊর্বশী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেত্রী।