Bollywood: নিষেধ স্বত্বেও বৈষ্ণোদেবীর বেসক্যাম্পে বসে মদ্যপান, ওরির বিরুদ্ধে দায়ের FIR

Orry-Vaishano devi: কাত্রা এলাকায় কোনওরকমের নেশা করা কিংবা আমিষ খাবার খাওয়া মানা। সেখানে ওরি এবং তার বন্ধুরা অবগত থাকা সত্বেও হোটেলে বসে নিয়ম লঙ্ঘন করেছেন, এমনকি তারা নেশা পর্যন্ত করেছেন।

Orry-Vaishano devi: কাত্রা এলাকায় কোনওরকমের নেশা করা কিংবা আমিষ খাবার খাওয়া মানা। সেখানে ওরি এবং তার বন্ধুরা অবগত থাকা সত্বেও হোটেলে বসে নিয়ম লঙ্ঘন করেছেন, এমনকি তারা নেশা পর্যন্ত করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Orry Awatramani and 7 others accused of consuming alocohal near vaishnadevi base camp

Orry-Vaishno devi: ধর্মীয় স্থানে গিয়েই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ওরি Photograph: (Instagram)

Orry Awatramani: ঈশ্বরের জায়গায় গিয়েও এহেন কাণ্ড? যেখানে তাঁদের মানা করা হল, তারপরও এই ভয়ঙ্কর অন্যায়টা তিনি করতে পারলেন? প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ওরি। তিনি তার লুক্স এবং কর্মকাণ্ডের জন্য সবসময় আলোচনায় থাকেন। আর এবার যা করেছেন... 

Advertisment

ওরি, হঠাৎ করেই সমাজ মাধ্যমে উদয় হন। বড় বড় পার্টিতে তাঁকে দেখা যেতে শুরু করে। তারকাদের কাঁধে হাত রেখে ছবি তুলতে দেখা যেত তাঁকে। সেই থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। কিন্তু, জানা যাচ্ছে তাঁকে অভিযুক্ত করা হয়েছে ভয়ঙ্কর একটি অপরাধে। শুধু তাঁকে একা নয়, তার দলের অন্যদেরও পুলিশি অভিযোগের আওতায় পড়তে হয়েছে। কাত্রা এলাকায়, যেখান থেকে বৈষ্ণ দেবী কিছু দুরত্বে মাত্র সেখানে বেশ কিছু বিষয় একেবারেই মানা। 

কাত্রা এলাকায় কোনওরকমের নেশা করা কিংবা আমিষ খাবার খাওয়া মানা। সেখানে ওরি এবং তার বন্ধুরা অবগত থাকা সত্বেও হোটেলে বসে নিয়ম লঙ্ঘন করেছেন, এমনকি তারা নেশা পর্যন্ত করেছেন। এই কারণেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সুত্র বলছে, তারা জানতেন, তাঁদের স্পষ্ট সতর্ক করা হয়েছিল যে এখানে এহেন কাজ মানা, কিন্তু তিনি এরপরেও তারা শোনেননি। 

Advertisment

যেহেতু এখানে অনেক ভক্তরা আসেন, এই জায়গাটা ধর্মীয় মানুষদের কাছে একটা পবিত্র স্থান। এসব এখানে হয় না বলেই তাঁদের না করা হয়েছিল। মার্চ মাসের ১৫ তারিখ এই ঘটনা ঘটে। কাত্রা পুলিশ স্টেশনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দর্শন সিং, পার্থ রায়না, ঋত্বিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং আনাস্তাসিলা আরজামাস্কিনা সহ এই দলটির বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ আনা হয়েছে। 

পুলিশি তরফে জানানো হয়েছে, বিষয়টি তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে। ওরি সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ পাঠানো হবে, যাতে তাদের তদন্তে যোগদানের নির্দেশ দেওয়া হবে। সঙ্গে এও বলা হয়েছে, যদি কেউ ধর্মীয় আইন লঙ্ঘন করে এহেন কিছু করে, মদ্যপান বা মাদক সেবনের মতো কার্যকলাপে লিপ্ত হয়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

Orry Awatramani bollywood Bollywood Actor Vaishno Devi temple