Advertisment
Presenting Partner
Desktop GIF

বেঁচে থাকতেই হাঁপিয়ে যাচ্ছেন! শেষে কোন্দল করতে বিগ-বসে সলমনের পাশে ওরি

ওয়াইল্ড কার্ডেও এত ফ্যাশন আইটেম নিয়ে এসেছেন ওরি! হেসে গড়ালেন ভাইজান

author-image
IE Bangla Entertainment Desk
New Update
orry in bigg boss house, shared photoes, orry, orry in bollywood, orry in bigg boss, orry in bollywood parties, salman khan

হেসে গড়ালেন তিনি

শেষে এই অবস্থা? সবাইকে তাক লাগিয়ে বিগ-বস হাউসে ওরি। শুধু তাই না! ঘরে ঢুকেই ভাইজানকে পাকড়াও করলেন তিনি। ছবি তুললেন, আর তারপর!

Advertisment

সকলের মনে একটাই প্রশ্ন, ওরি কে? তাঁর কাজটা আসলে কী? না তো তিনি তররকা সন্তান, না তো তিনি সিনেমার সঙ্গে কাজ করছেন, তাহলে? তাঁর পরিচয় নিয়ে নানা লোকে নানা কথা বলে। সে কারণেই, আজও ধোঁয়াশা। সারা এবং অনন্যা বলেছিলেন, ও নাকি দারুণ সব ক্যাপশন জানে।

বলিউডের পার্টি থেকে, আম্বানিদের অনুষ্ঠান…তাঁকে দেখা যায় সর্বত্র। এমনকি নিজের বিশেষ স্টাইলে, সকলের কাঁধে হাত রেখে তিনি আইকনিক পোজে ছবি তোলেন। যদিও, বিগ বসের ঘরে সলমনের সঙ্গে দুরত্ব রেখেই চলেছেন তিনি। কিন্তু ভাইজান নিজেও কম না।

ওরি ঘরে এসেছেন, আও আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি কিন্তু এত জামা কাপড়ের ব্যাগ কেন? দেখেই হেসে ফেলেন তিনি। বলে বসলেন, তুমি তো ওয়াইল্ড কার্ড এন্ট্রি, এত জামাকাপড় নিয়ে এসেছ কেন? ওরি ছবি আপলোড করেই লিখলেন… আপাত্ত, এখানেই শেষ করলাম। এই ছবিতে কমেন্টে ভরিয়েছেন সকে। জাহ্নবী কাপুর থেকে ভুমি পেডনেকর, তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

কিন্তু ওরি করেন টা কী?

বেশিরভাগের বক্তব্য, তিনি নাকি নিজের মত করে কাজ করেন। আর এদিকে পায়ের ওপর পা তুলে তিনি নিজে জানিয়েছেন, অনেকেই কাজ করেন। কাউকে তো বাঁচতেই হবে। আমি একজন লিভার- মানে যে বেঁচে থাকে। বেঁচে থাকতে তো অনেক কিছু করতে হয়।

বিগ-বসে কী চলছে?

এবার, শুরু থেকেই যা নয় তাই। অঙ্কিতা-ভিকির মধ্যে প্রেগনেন্সি নিয়ে আলোচনা। শুরু হয়েছে সম্পর্কের ডামাডোল। বিয়ের পর বউয়ের সামনেই হাত ধরাধরি নিয়ে সতর্ক বার্তাও দিয়েছেন ভাইজান। এবার ওরির আগমনে যে কী হতে চলেছে, সেটাই দেখার।

salman khan bollywood Entertainment News
Advertisment