/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/orry.jpg)
Orry in kolkata; কলকাতায় এলেন ওরি
কলকাতায় এলেন ওরি। এই প্রথম তিনি শহরে এলেন। তারপর? কী করলেন অভিনেতা? তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে লিভার তকমাটি। এবার এই শহরে তিনি কী কাণ্ড করেন সেটাই দেখার অপেক্ষা।
বিমানবন্দরে এসেই তিনি হাসিমুখে সকলের সঙ্গে দেখা করেলন। নিজের যেকোনও স্টাইল শো অফ করাও একধরণের বৈশিষ্ট্য। এবারও তাই করলেন। বিমানবন্দরে নামার পর, নিজের কোয়ালা ফোন কভার তিনি সকলকে দেখালেন। এও বললেন, কোয়ালা ফর কলকাতা।
কিন্তু, কোথায় কোথায় ঘুরতে যেতে চান তিনি? শহরে এসেছেন যখন নিশ্চই কিছু পছন্দ রয়েছে। সোজা বললেন, আমি ওই জলের নীচের সাবওয়েটা ঘুরতে চাই। অর্থাৎ হাওড়া স্টেশনের মেট্রোর কথাই উল্লেখ করেছেন তিনি। এখানেই শেষ না। শহরের বুকে এত খাবার। কলকাতায় খাবারের অন্ত নেই।
এতকিছুর পরেও, ওরি কোন খাবারটা খেতে চান? তিনি প্রকাশ্যে বললেন, কারওর মাথা খেতে চাই। বলেই হেসে ফেললেন তিনি। এদিকে, ওরির ভক্তদের তুলনায়, বর্তমানে তাঁর হেটারের সংখ্যাই বেশি। তাঁরা কী বললেন?
কেউ বলছেন, আমি শুধু ভাবছি এই মানুষটা নজরে থাকার যোগ্য? আবার কেউ বললেন, সমাধান একটাই, ফেলে মার। আবার কেউ বললেন, বেরিয়ে যা ভাই, কলকাতার বাইরে। আবার কেউ তাঁর মাথা খাওয়া প্রসঙ্গে বললেন, হ্যাঁ! দিদির মাথা খাও।