গত বছরের মতো এবছরও অস্কার সেরিমনি অনুষ্ঠিত হচ্ছে হোস্ট ছাড়াই। তবে হোস্ট না থাকলেও উপস্থাপকদের তালিকাটি চোখ ধাঁধানো-- পেনিলপি ক্রুজ, কেনু রিভস, গ্যাল গ্যাদো, জেমস কর্ডেন প্রমুখ ঘুরেফিরে দায়িত্ব সামলেছেন। এবছর অস্কার মঞ্চে ইতিহাস রচনা করেছেন কোরিয়ান ছবি 'প্যারাসাইট'। ওই ছবির দ্বৈত চিত্রনাট্যকার জিতে নিয়েছেন সেরা অরিজিনাল স্ক্রিনপ্লের পুরস্কারটি। আর এত বছর পরে অভিনেতা হিসেবে জীবনের প্রথম অস্কারটি জিতেছেন ব্র্যাড পিট।
লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯২তম অস্কার সেরিমনি। সারা পৃথিবীর চলচ্চিত্রমোদী দর্শকের চোখ থাকে অস্কার সেরিমনির দিকে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসেই পুরস্কারের আসর বসে। প্রতি বছরের মতো এবছরও কয়েকটি ছবি ঘিরে দর্শক ও হলিউড ফ্যানেদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। সেই তালিকায় ছিল 'জোকার', 'প্যারাসাইট', 'ম্যারেজ স্টোরি', 'ফোর্ড ভার্সেস ফেরারি', 'লিটল উইমেন', 'জোজো রাবিট', 'ওয়ানস আপন আ টাইম ইন হলিউড', '১৯১৭' এবং 'দ্য আইরিশম্যান'।
আরও পড়ুন: কোথায় দেখতে পাবেন এ বছরের অস্কার মনোনীত ছবি?
এই সবকটি ছবিই এই বছর সেরা ছবির নমিনেশন পেয়েছে। এর মধ্যে 'প্যারাসাইট' হল একটি কোরিয়ান ছবি। এই ছবি ইতিমধ্যেই জিতে নিয়েছে বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে পুরস্কার। এক নজরে দেখে নিতে পারেন এখনও পর্যন্ত কোন বিভাগে কারা পুরস্কার পেলেন--
সেরা ছবি-- প্যারাসাইট
সেরা পরিচালক-- বং জুন হো (প্যারাসাইট)
সেরা অভিনেতা-- হোয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী-- রেনে জেলওয়েগার (জুডি)
সেরা সহ-অভিনেতা-- ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড)
সেরা সহ-অভিনেত্রী-- লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম-- প্যারাসাইট
সেরা সিনেম্যাটোগ্রাফি-- রজার ডেকিন্স (১৯১৭)
সেরা এডিটিং-- মাইকেল ম্যাককাস্কার এবং অ্যান্ড্রু বাকল্যান্ড (ফোর্ড ভার্সেস ফেরারি)
সেরা অরিজিনাল সং-- এলটন জন ও বার্নি তপিন (লাভ মি এগেইন)
সেরা মিউজিক (অরিজিনাল স্কোর)-- হিদুর গুয়ানদত্তির (জোকার)
সেরা সাউন্ড মিক্সিং-- মার্ক টেলার ও স্টুয়ার্ট উইলসন (১৯১৭)
সেরা সাউন্ড এডিটিং-- ডোনাল্ড সিলভেস্টার (ফোর্ড ভার্সেস ফেরারি )
সেরা ডকুমেন্টারি ফিচার-- আমেরিকান ফ্যাক্টরি
সেরা ডকুমেন্টারি শর্ট-- লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন
সেরা প্রোডাকশন ডিজাইন-- ওয়ানস আপন আ টাইম ইন হলিউড
সেরা কস্টিউম ডিজাইন-- জ্যাকলিন ডুরান (লিটল উইমেন)
সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে-- প্যারাসাইট
সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে-- জোজো রাবিট
সেরা অ্যানিমেটেড ফিচরা-- টয় স্টোরি ফোর
সেরা অ্যানিমেটেড শর্চ-- হেয়ার লাভ
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম-- দ্য নেইবারস উইনডো
সেরা কস্টিউম ডিজাইন-- লিটল উইমেন
সেরা সাউন্ড এডিটিং-- ফোর্ড ভার্সেস ফেরারি
সেরা মেকআপ-হেয়ারস্টাইলিং-- বম্বশেল