Oscars 2024: ভুল শুধরে নিল একাডেমী পুরস্কার। অস্কারের মঞ্চ থেকে এবার বাদ পড়লেন না ভারতীয় তারকারা। শেষ দুবছরে, যেভাবে লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar ) এবং বাপী লাহিড়ীর ( Bapi Lahiri ) মত গুণী মানুষরা বাদ পড়েছিলেন এবার সেটি হল না।
Advertisment
মরণোত্তর সম্মান প্রদান, কিংবা ট্রিবিউট জানানো অস্কার পুরস্কারের মঞ্চে একটি রিচুয়াল পালন করার মতো। আর সেখানেই, গতবছর বাদ পড়েছিলেন ভারতের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর থেকে অন্যান্যরা। রেগে উঠেছিলেন ভারতবাসী। একজন, বিশ্ববরেণ্য শিল্পীকে কেন সম্মান জানানো হবে না, সেই নিয়েও নানা আলোচনা উঠেছিল।
কিন্তু, এবার আর সেরকম ভুল হল না। বরং চারবার জাতীয় পুরস্কার প্রাপ্ত আর্ট ডিরেক্টর নিতিন দেশাইকে ( Nitin Desai ) সম্মান জানালো একাডেমী পুরস্কারের মঞ্চ। তিনি গতবছর, আগস্ট মাসের ২ তারিখ প্রয়াত হয়েছেন। হিন্দি এবং দক্ষিণী সিনেমার জগতে, তিনি বেশ জনপ্রিয় ছিলেন নিজের কাজের দরুন। প্রোডাকশন ডিজাইনার হিসেবে খ্যাতি ছিল বহুল।
যশরাজ ফিল্মসের ব্যানারে শেষ কাজ করেছিলেন। কিন্তু, বেশ কয়েকবছর কাজ পাচ্ছিলেন না তিনি। স্টুডিও লোকসানে চলছিল। নিজের মুম্বাইয়ের স্টুডিওতেই তিনি আত্মঘাতী হন। আর্ট ডিরেক্টরকে বাকি অন্যান্য হলিউড তারকার পাশাপাশি সম্মান জানানো হয়।
উল্লেখ্য, তিনি বাজিরাও মস্তানি থেকে শুরু করে যোধা আকবর, থ্রি ইডিয়টস এমনকি, লগন ছবির মত সেট নির্দেশনার দায়িত্বে ছিলেন।