অস্কারের মঞ্চ মানেই বিরাট কিছু ব্যাপার। সিনে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পুরস্কারের লড়াইয়ে শামিল হতে পারেন হাতে গুনে কয়জন। আর, শিকে ছিঁড়ল নামকরা বেশ কিছু অভিনেতার। কে কে কোন বিভাগে পেলেন শ্রেষ্ঠ পুরস্কার?
গতবছর অপেনহাইমার সিনেমা হিসেবে যে খ্যাতি পেয়েছিল, সেই প্রসঙ্গ বলতে গেলে শব্দ কম পড়বে। আর ঠিক যেমন ধারণা করা হয়েছিল হলও তাই। একের পর এক সম্মান গেল ওপেনহাইমারের ঝুলিতে।
কোন কোন বিভাগে এল পুরস্কার?
১.শ্রেষ্ঠ পরিচালকের খেতাব গেল ক্রিস্টোফার নোলানের ঝুলিতে। ওপেনহাইমারের পরিচালক হিসেবে তিনি অর্জন করলেন এবারের পুরস্কার।
২.শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিলেন সিলান মারফি। ওপেনহাইমারে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এটি তাঁর প্রথম অস্কার।
৩. ওপেনহাইমার পেল, শ্রেষ্ঠ ছবির পুরস্কার। এবছর এই ছবিটি ৭টি অস্কার জিতেছে।
৪. শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত এম্মা স্টোন। পুওর থিংস ছবিতে বেল্লা বাক্সটার এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এর, আগেও তিনি একবার লা লা ল্যান্ড ছবির জন্য অস্কার জিতেছিলেন।
৫. ওপেনহাইমার, বেস্ট অরিজিনাল স্কোরের জন্যও পেল পুরস্কার।
৬. শ্রেষ্ঠ সহ-অভিনেতার পুরস্কার পেলেন রবার্ট ডাউরি জুনিওর। ওপেন-হাইমারের জন্য এই পুরস্কার পেলেন তিনি।
আরও কে কে পেলেন পুরস্কার?
পুরস্কার পেলেন বিলি এলিস, ফিনেস ও কনেল এবং বার্বি। এছাড়াও সম্বর্ধনা দেওয়া হল, ভারতীয় শিল্পীকেও।