scorecardresearch

Oscars 2023: ‘RRR বলিউড ছবি…’, ভুল বকছেন সঞ্চালক! তুলোধনা ভারতীয় সিনে-প্রেমীদের

অস্কারের মঞ্চে RRR-বিতর্ক!

rrr, naatu naatu, ss rajamouli, jimmy kimmel, jimmy kimmel bollywood, oscars, oscars latest news, oscar winners, rrr, RRR indian movie, RRR new films, RRR won Oscar, RRR Naatu Naatu won Oscar, RRR new winner Oscar
অস্কারের মঞ্চে RRR বিতর্ক!

অস্কারের মঞ্চে বিতর্ক হবে না এও আবার হয়? প্রতিবারই কিছু না কিছু লেগেই থাকে। গতবার উইল স্মিথের চড় মারা আর এবার নাকি বলিউড সিনেমা নিয়ে চর্চা…সব মিলিয়ে বচসা তুঙ্গে।

‘RRR’- ছবির নাটু নাটু-র মুকুটে নয়া পালিক। অস্কার জয়ী এই গানকে নিয়ে উৎসব গোটা দেশজুড়ে। তারকা থেকে সাধারণ মানুষ সবাই মেতে উঠেছেন আনন্দে। কিন্তু এরই মাঝে বিতর্ক। ‘RRR’-কে বলিউড ছবি বলে সম্বোধন বিখ্যাত সঞ্চালকের… তারপর!

‘দ্যা লেট নাইট শো’ হোস্ট জিমি কিমেল ‘RRR’-কে বলিউড ছবি বলেই ঘোষণা করেন। একজন অভিজ্ঞতাসম্পন্ন সঞ্চালক যিনি কিনা এই নিয়ে তিনবার অস্কার হোস্ট করছেন তাঁকে দিয়ে এই ভুল মেনে নিতে পারছেন না ভারতীয় অনুরাগীরা। ছবির শুরুর দিন থেকেই এই ছবিকে ভারতীয় ছবি হিসেবেই প্রোমোট করেছেন সকলে, ছবির কলাকুশলীরা প্রথম দিন থেকেই একে ইন্ডিয়ান ছবি হিসেবে জানানো হয়েছে। সেখানে কিনা অস্কারের মঞ্চে এই ভুল?

সঙ্গে সঙ্গেই তাঁর এই ভুল শধরে দিলেন ভক্তরা। জানালেন, “এই ছবি তেলুগু ভাষার ভারতীয় ছবি… বলিউড নয়”। আবার কেউ বললেন, “ভারতে অনেক ভাষার সিনে ইন্ডাস্ট্রি আছে। বলিউড মানে হিন্দি ভাষার সিনে ইন্ডাস্ট্রি। যেহেতু হিন্দি ভাষী লোকজন বেশি এদেশে। RRR-দক্ষিণ ভারতের ছবি”। আবার কারওর কারওর কথায়, “অস্কার বিতর্ক ভালবাসে”। যদিও এতকিছুর পরেও এখন দেশজুড়ে আলাদাই উন্মাদনা। এই গানে নেচে কাঁপিয়েছেন অনেকেই। ভারতীয় দুতাবাস থেকে, বিদেশের অনেকেই আন্তর্জাতিক স্তরে একে মান্যতা দিয়েছিলন বহু আগেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Oscar host jimmy kimmel adressed rrr as a bollywood movies fans got furious