/indian-express-bangla/media/media_files/2025/10/12/cats-2025-10-12-11-48-34.jpg)
প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী
Diane Keaton Passes Away: ১৯৭৭ সালের রোম্যান্টিক কমেডি মুভি অ্যানি হল। এই ছবিতে উডি অ্যালেনের প্রেমিকার চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন। ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অস্কারজয়ী এই কিংবদন্তি অভিনেত্রী। তিনি নানা আদার দ্যান ডিয়ানে কেটন। শনিবার পিপল ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী পরিবারের তরফে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 'দ্য গডফাদার ত্রয়ী', 'দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব' এবং উডি অ্যালেনের সঙ্গে আটটি ছবিসহ অভিনয় কেরিয়ারে মোট ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। হলিউডে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন হলিউড অভিনেত্রী ডিয়ানে কেটন।
সেরা অভিনেত্রীর জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন ১৯৮১ সালে। রাজনৈতিক নাটক রেডস-এ মার্কিন সাংবাদিক লুইস ব্রায়ান্ট চরিত্রে সাড়া ফেলেছিলেন। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ১৯৯৬ সালে পারিবারিক ছবি মার্ভিন’স রুম এবং ২০০৩ সালের রোমান্টিক কমেডি সমথিং’স গটা গিভ। কেটন ছিলেন একাধারে পরিচালক, লেখক, প্রযোজক ও আলোকচিত্রশিল্পীও। তিনি দুটি আত্মজীবনীমূলক বই লিখেছেন, Then Again এবং Let’s Just Say It Wasn’t Pretty।
আরও পড়ুন বিবাহিত পরিচালককে বিয়ে করে একের পর এক কালজয়ী ছবিতে কাজ, না ফেরার দেশে কিংবদন্তি অভিনেত্রী
তাঁর ব্যক্তিজীবনও ছিল বেশ রঙিন। উডি অ্যালেনের সঙ্গে তিনি একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ১৯৪৬ সালের ৫ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে ডিয়ানে কেটনের জন্ম। চার সন্তানের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। ক্যালিফোর্নিয়ায় কলেজে পড়াশোনা শেষে অভিনয় শেখার জন্য নিউ ইয়র্কে Neighborhood Playhouse-এ । ১৯৬৮ সালে তিনি ব্রডওয়ের রক মিউজিক্যাল Hair-এ অভিনয়ের সুযোগ পান।
১৯৬৮ সালে তিনি ব্রডওয়ের রক মিউজিক্যাল Hair-এর মূল দলে অভিনয়ের সুযোগ পান। কিন্তু ভাগ্যের মোড় ঘোরে যখন তিনি উডি অ্যালেনের নাটক Play It Again, Sam-এর অডিশন দেন। ২০১১ সালে ভ্যানিটি ফেয়ার-কে বলেছিলেন, 'উডি অ্যালেন ছাড়া কিছুই ঘটত না। যদি আমি সেই নাটকে নির্বাচিত না হতাম...'। পরবর্তীতে তাঁরা একসঙ্গে কাজ করেন বহু বিখ্যাত ছবি Sleeper, Love and Death, ও Manhattan-এ।
আরও পড়ুন মাত্র ৪১-এ হৃদরোগ কেড়ে নিল প্রাণ, অকাল প্রয়াণ 'টাইগার ৩' খ্যাত অভিনেতা
উল্লেখ্য, উডি অ্যালেনের বিরুদ্ধে তাঁর দত্তক কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পরও কেটন তাঁর পাশে ছিলেন। Lovers and Other Strangers ছবিতে তাঁকে দেখে ফ্রান্সিস ফোর্ড কপোলা তাঁকে দ্য গডফাদার-এ কাস্ট করেন। সেখানে কায় অ্যাডামস চরিত্রে অভিনয় করেন।
ছবিটি ১৯৭৩ সালে সেরা চলচ্চিত্রের অস্কার জেতে। তাঁর দীর্ঘ অভিনয় কেরিয়ারের কৃতিত্ব দেন পরিচালক ন্যান্সি মেয়ার্সকে। যাঁর সঙ্গে তিনি চারটি ছবিতে কাজ করেছেন। পঞ্চাশের কোঠায় এসে তিনি দুই সন্তান দত্তক নেন। এক সাক্ষাৎকারে কেটন বলেছিলেন, সন্তান নেওয়ার পর তাঁর জীবনের প্রকৃত অর্থ খুঁজে পান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us