Oscar winning director Passed away: বিনোদুনিয়ায় নক্ষত্রপতন! প্রয়াত অস্কারজয়ী জনপ্রিয় পরিচালক

Oscar winning director Passed away- তাঁর একটি ছবিই পেয়েছিল ৫টি অস্কার। তাঁর মধ্যে দুটো এসেছিল তাঁর নিজের কাজের জন্য। এমন কিছু ছবি তিনি উপহার দিয়েছেন, যেগুলি সত্যিই সিনে ইন্ডাস্ট্রির অ্যাসেট।

Oscar winning director Passed away- তাঁর একটি ছবিই পেয়েছিল ৫টি অস্কার। তাঁর মধ্যে দুটো এসেছিল তাঁর নিজের কাজের জন্য। এমন কিছু ছবি তিনি উপহার দিয়েছেন, যেগুলি সত্যিই সিনে ইন্ডাস্ট্রির অ্যাসেট।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Oscar winning director Passed away:

Oscar winning director Passed away: চলে গেলেন পরিচালক Photograph: (ফাইল চিত্র )

Oscar winning director Passed away:  নক্ষত্রপতন বিনোদুনিয়ায়। সিনে জগতে এই মানুষটার অবদান অনস্বীকার্য। এমন কিছু ছবি তিনি উপহার দিয়েছেন, যেগুলি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে এক দারুণ নিদর্শন! সেই মানুষটাই আজ আর নেই। তিন তিন বার অনারারী অস্কার পেয়েছিলেন। পরিচালকের প্রয়াণে সিন দুনিয়ায় শোকের ছায়া। প্রসঙ্গে রবার্ট বেন্টন। 

Advertisment

এএফপি সূত্রে খবর পরিচালক তাঁর আমেরিকার বাসভবনে প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর উল্লেখযোগ্য কাজের শেষ নেই। পরিচালক হিসেবে অস্কারের মঞ্চে তিনি বহুবার পুরস্কার অর্জন করেছেন। কী হয়েছিল পরিচালকের? তাঁর ছেলে কী জানিয়েছেন? সংবাদ মাধ্যমে তাঁর পুত্র জানান.. "১১ই মে তাঁর বাবা মারা গিয়েছেন। এবং বার্ধক্য এবং বয়সজনিত কারণেই তাঁর মৃত্যু ঘটেছে।"

বেন্টন তাঁর পরিচালনা জীবন শুরু করেন ১৯৭২ সালের 'ব্যাড কোম্পানি' ছবির মাধ্যমে। এবং ১৯৭৭ সালের 'দ্যা লেইট শো' এর মাধ্যমে আরও প্রশংসা লাভ করেন। এটি একটি ফিচার ডিটেক্টিভ ফিল্ম, যাতে আর্ট কার্নি এবং লিলি টমলিন অভিনয় করেছিলেন। তাঁর বড় সাফল্য আসে 'ক্রমার ভার্সেস ক্রমার' সিনেমার মাধ্যমে, যা ডিভোর্স এবং পিতৃত্বের ওপর ভিত্তি করে তৈরি একটি সিনেমা। ডাস্টিন হফম্যান এবং মেরিল স্ট্রিপ অভিনয় করেছিলেন এই ছবিতে। সিনেমাটি পাঁচটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল। সেরা ছবির জন্য, সেরা অভিনেতার জন্য, সেরা সমর্থক অভিনেত্রীর জন্য, বেন্টন পেয়েছিলেন সেরা পরিচালক এবং সেরা অভিযোজিত স্ক্রীনপ্লের পুরস্কার।

চার দশকের বেশি সময় ধরে তিনি কর্মজীবনে নানা প্রশংসা লাভ করেন। তিনি তার লেখা এবং পরিচালনার জন্য প্রশংসা অর্জন করেন। Esquire ম্যাগাজিনে আর্ট ডিরেক্টর হিসেবে পেশাগত জীবন শুরু করার পর, বেন্টন ডেভিড নিউম্যানের সাথে দ্রুত অংশীদারিত্ব গড়ে তোলেন। ১৯৬৭ সালের ছবি 'বনি এবং ক্লাইড' ছবির স্ক্রিনপ্লে এবং চিত্রনাট্য তারাই লিখেছিলেন। যা প্রাথমিক বাদ পড়লেও, পরে সেরা মৌলিক স্ক্রিপ্টের জন্য অস্কার মনোনয়ন অর্জন করে। 

Advertisment

প্রসঙ্গে তিনি শেষ কাজ করেন ২০০৭ সালে। তাঁর শেষ ছবি ফিস্ট অফ লাভ মুক্তি পায়। এরপর থেকেই তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। 

 

Death