ভারতীয় প্রযোজকের হাতে উঠল অস্কার

ফিল্মি দুনিয়ার সেরা পুরস্কারের মঞ্চে এবার ভারতের মুখে হাসি ফোটালেন প্রযোজক গুনিত মোঙ্গা। ‘ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট’ বিভাগে অস্কার জিতল গুনিতের ‘পিরিয়ড.এন্ড অফ সেনটেন্স’।

ফিল্মি দুনিয়ার সেরা পুরস্কারের মঞ্চে এবার ভারতের মুখে হাসি ফোটালেন প্রযোজক গুনিত মোঙ্গা। ‘ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট’ বিভাগে অস্কার জিতল গুনিতের ‘পিরিয়ড.এন্ড অফ সেনটেন্স’।

author-image
IE Bangla Web Desk
New Update
oscars, অস্কার

কার হাতে উঠল এবারের অস্কার? ছবি: টুইটার।

রেড কার্পেট, জমকালো আলোর রোশনাই, হলিউড তারকাদের চোখধাঁধানো উপস্থিতি...প্রতি বছরের মতো এবারও নজর কাড়ল অস্কার মঞ্চ। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল ৯১ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর। ফিল্মি দুনিয়ার সেরা পুরস্কারের মঞ্চে এবার ভারতের মুখে হাসি ফোটালেন প্রযোজক গুনিত মোঙ্গা। 'ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট' বিভাগে অস্কার জিতল গুনিতের 'পিরিয়ড.এন্ড অফ সেনটেন্স'।

Advertisment


এক নজরে জেনে নিন, কার হাতে উঠল এবারের অস্কার?

Advertisment

* সেরা ছবি - গ্রিন বুক

* সেরা পরিচালক - আলফন্সো কিউয়েরন (রোমা)

* সেরা অভিনেতা - রামি মালেক (বোহেমিয়ান রাপসোডি)

আরও পড়ুন, বিতর্কের মুখে নয়া পরিকল্পনা অস্কারের, সম্প্রচারিত হবে সম্পূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

* সেরা অভিনেত্রী - অলিভিয়া কলম্যান (দ্য ফেভারিট)

* সেরা সহ অভিনেতা - মাহেরশালা আলি (গ্রিন বুক)

* সেরা সহ অভিনেত্রী - রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)

* সেরা বিদেশি ছবি - রোমা

* সেরা মৌলিক গান - লেডি গাগার ‘শ্যালো’ (আ স্টার ইজ বর্ন), প্রথমবার অস্কার পেলেন লেডি গাগা

* সেরা মৌলিক চিত্রনাট্য (অরিজিনাল স্ক্রিনপ্লে) - গ্রিন বুক

* সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি - লাইভ অ্যাকশন

* সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম - বাও

* সেরা অ্যানিমেটেড ফিচার - স্পাইডারম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স

* সেরা সম্পাদনা - বোহেমিয়ান রাপসোডি

* সেরা সিনেম্যাটোগ্র্যাফি - রোমা (আলফন্সো কিউয়েরন)

* সেরা সাউন্ড মিক্সিং - বোহেমিয়ান রাপসোডি

* সেরা সাউন্ড এডিটিং - বোহেমিয়ান রাপসোডি

* সেরা প্রোডাকশন ডিজাইন - ব্ল্যাক প্যান্থার

* সেরা কস্টিউম ডিজাইন - ব্ল্যাক প্যান্থার

* সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং - ভাইস

* সেরা ডকুমেন্টারি ফিচার - ফ্রি সোলো

* সেরা ভিজ্যুয়াল এফেক্টস - ফার্স্ট ম্যান

Read the full story in English

hollywood