scorecardresearch

দীর্ঘ প্রতিক্ষার অবসান, প্রথম ভারতীয় ছবি হিসাবে The Elephant Whisperers পেল অস্কার

পরিচালক কার্তিকী এই পুরস্কার মাতৃভূমি ভারতকে উৎসর্গ করেছেন।

elephant whisperers, the elephant whisperers, elephant whisperers oscars, guneet monga, oscars 2023, oscars 2023 winners, oscars 2023 india" />
বাঘা বাঘা তথ্যচিত্রের সঙ্গে মনোনয়নের তালিকায় লড়াই করেছে এই ছবি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রথম কোনও ভারতীয় ছবি পেল অস্কার। ভারতীয় তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইস্পারার পেল সেরা তথ্যচিত্রের জন্য অস্কার। কার্তিকী গনসালভেস এবং গুনিত মোঙ্গার এই ছবি নেটফ্লিক্সে দেখানো হয়েছিল। বাঘা বাঘা তথ্যচিত্রের সঙ্গে মনোনয়নের তালিকায় লড়াই করেছে এই ছবি। শেষপর্যন্ত এল কাঙ্খিত জয়। ইতিহাস সৃষ্টি হল অস্কার মঞ্চে।

পরিচালক কার্তিকী এই পুরস্কার মাতৃভূমি ভারতকে উৎসর্গ করেছেন। আরেক নির্মাতা গুনিত ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত। প্রথম কোনও ভারতীয় ছবি পেল অস্কার।

অচিন জৈন এবং গুনিত মোঙ্গার প্রযোজনায় তৈরি এই তথ্যচিত্রের পরিচালক কার্তিকী গনসালভেস। ৪১ মিনিটের তথ্যচিত্রের গল্প হল তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিজার্ভের এক পরিবারের। যাঁরা দুটি অনাথ হাতিকে দত্তক নেয়। এটাই কার্তিকীর প্রথম ছবি।

আরও পড়ুন কাশ্মীরের পর বাংলা, ভোটের মুখে বিবেক খুলবেন ‘বেঙ্গল ফাইলস’

এর আগে তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, “আমি রঘুর কাহিনীকে পাঁচ বছর ধরে অধ্যয়ণ করেছি। ৪৫০ ঘণ্টার ফুটেজ জোগাড় করি। তাতে হাজার বার রঘুর স্নান, অনেক ঘণ্টা তার খাওয়া দাওয়া এবং খেলাধুলোর ফুটেজ ছিল। কিন্তু ধৈর্য ধরে সেগুলি জুড়ে জুড়ে এই তথ্যচিত্র তৈরি হয়েছে।”

এর আগে সত্যজিৎ রায় থেকে শুরু করে এ আর রহমান, শেখর কাপুর, রাসুল পুকুট্টির মতো গণ্যমান্য ভারতীয়রা অস্কার পেয়েছেন। আমির খানের ছবি লগান সেরা ছবির মনোনয়ন পেয়েও অস্কার জিততে পারেনি। সেই জায়গায় প্রথম ভারতীয় ছবি হিসাবে অস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে কার্তিকীর তথ্যচিত্র। গোটা দেশের কাছে গর্বের মুহূর্ত বইকি!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Oscars 2023 indian film the elephant whisperers wins academy award for best documentary short guneet monga reacts