scorecardresearch

Oscars 2023: অস্কার মঞ্চেও ‘নাটু নাটু’র জয়জয়কার, সেরার সেরা রাজামৌলীর ছবির গান

ভারতকে অস্কার জেতালো RRR, রাজামৌলীর বিরাট জয়…

Oscars 2023, RRR, Naatu Naatu, Naatu Naatu oscar, 95th Academy Awards, Oscar updates, রাজমৌলী, নাটু নাটু, অস্কার, ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, বলিউডের খবর
অস্কারে ইতিহাল গড়ল ভারত, RRR-এর নাটু নাটু পেল সেরা মৌলিক গানের পুরস্কার

বিদেশের মাটিতে ভারতের জয়। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস-এর মঞ্চে বাজিমাত করার পর এবার দেশকে অস্কার এনে দিল RRR। অতিমারী উত্তরপর্বে যে সিনেমা আন্তর্জাতিক সিনেময়দানে ভারতের বিনোদুনিয়ার মোড় ঘুরিয়েছে, এবার সেই ছবির ঝুলিতে অস্কার। বিরাট জয়। আবারও এসএস রাজনৌলীর মুকুটে নতুন পালক।

৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা অরিজিনাল সং বিভাগে অস্কার জিতে নিল RRR সিনেমার ‘নাটু নাটু’ গান। সোমবার সকালে যে খবর প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত গোটা দেশ। উল্লেখ্য, RRR-এর সঙ্গীত পরিচালনা করেছেন এমএম কিরাবাণী। এদিন অস্কারের মঞ্চে আনন্দে রাজমৈলীর জন্য দু-কলি গাইতেও দেখা গেল তাঁকে। আর পশ্চিমী আঙিনাতেও যে ভারতীয় গান ‘নাটু নাটু’ এত ঝড় তুলে দিয়েছে, সেই গানের দুই গায়ক রাহুল সিপলগঞ্জ ও কলা ভৈরব।

[আরও পড়ুন: দীর্ঘ প্রতিক্ষার অবসান, প্রথম ভারতীয় ছবি হিসাবে The Elephant Whisperers পেল অস্কার]

প্রসঙ্গত, যাদেরকে টেক্কা দিয়ে সেরা মৌলিক গানের পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘নাটু নাটু’, সেই তালিকাতে রয়েছে রিহানা, লেডি গাগাদের মতো তাবড় নামও। ‘নাটু নাটু’ ছাড়াও সংশ্লিষ্ট বিভাগে মনোনীত হয়েছিল আরও ৪টি গান- ‘টেল ইট লাইক আ ওম্যান’-এর ‘অ্যাপ্লোয়েজ’ (ডায়েন ওয়ারেন), ‘টপ গান মাভেরিক’-এর ‘হোল্ড মাই হ্যান্ড’ (লেডি গাগা, ব্লাডপপ), ‘ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরেভার’-এর ‘লিফ্ট মি আপ’ (টেমস, রিহানা) এবং ‘এভরিথিং এভরিহোয়্যার’ -এর ‘দিস ইজ আ লাইফ’। আর এদের সকলকে টেক্কা দিয়ে অস্কার মঞ্চে জয়জয়কার ভারতীয় সিনেমার গান ‘নাটু নাটু’র।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Oscars 2023 rrrs naatu naatu wins best original song at the 95th academy awards