/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/rrr-1.jpg)
দীপিকাকে কী বলছেন কঙ্গনা?
কঙ্গনা রানাউত, যিনি কিনা সমস্ত তারকাদের নিয়েই নানান ধরনের মন্তব্য করে থাকেন এবার তাঁর সবথেকে বড় শত্রু দীপিকাকে নিয়ে প্রশংসার ফুল ঝরিয়েছেন! শুনতে অবাক লাগলেও একথা সত্যি। অস্কারের মঞ্চে দীপিকা, আনন্দে আত্মহারা কঙ্গনা।
দীপিকার প্রশংসা করছেন কঙ্গনা! খবর আগেই এসেছিল যে এবার অস্কারের মঞ্চে পুরস্কার দিতে দেখা যাবে দীপিকাকে। তাই তো, আজ সকাল অর্থাৎ মার্কিন মুলুকে বিকেল বিকেল পরনে অফ শোল্ডার গাউন, হালকা মেকাপ, সঙ্গে স্লিক নেকলেস - অনবদ্য মোহময়ী রূপে হাজির হলেন দীপিকা। তাঁকে দেখে চোখ ফেরানো দায়। নাটু নাটু গানকে সকলের সামনে তুলে ধরলেন তিনি। এখন ভারতীয় হিসেবে এই সম্মান, ভারতীয় গানকে তথা নিজের দেশকে নিয়ে বলতেই হাসি লেগে রয়েছে মুখেই।
তাঁর এই ভিডিও শেয়ার করেই কঙ্গনা লিখলেন, "কী সুন্দর লাগছে দীপিকাকে। নিজের দেশকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা। এত সুন্দর এবং গর্বের সঙ্গে তিনি কথা বলছেন, আমাদের দেখেও ভাল লাগছে। ভারতের নারীদের উনি অস্কারের মঞ্চে এক অনন্য জায়গায় নিয়ে গেলেন। দীপিকার হাসি নজর কেড়েছে সকলের। ভারতীয়দের ক্ষেত্রে নেহাতই গর্বের বিষয়"।
It can be Bigger Than This. 🔥
Out Very Own #DeepikaPadukone introduced the #NaatuNaatu song in #Oscars2023, The 1st Indian Original Song nominated for #BestOriginalSong Category in #Oscars.
This Moment we will cherish Forever ❤️#JrNTR#RamCharan#SSRajamouli#RRRpic.twitter.com/yX1EVkt2T0— Ashwani kumar (@BorntobeAshwani) March 13, 2023
কথা বলতে বলতে বারবার থেমেও যাচ্ছিলেন দীপিকা। চারিদিকে সকলের উৎসাহ কম নয়। চিয়ার্স করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন অনেকে। এদিকে, অস্কার এসে গিয়েছে RRR এর ঝুলিতে। তারপর থেকেই, যেন উৎসব গোটা দেশ জুড়ে।