Advertisment

OTT - Films: সিনেমাহলে যেতে পারেননি? রাম চরণ থেকে উর্বশীর এই ছবিগুলি ওটিটিতে রিলিজ করছে ফেব্রুয়ারিতে...

OTT Films-February: সিনেমাহলে গিয়ে, যদি এই সিনেমাগুলো দেখার সুযোগ না হয়ে থাকে, তাহলে এবার Ott রিলিজ দেখে নিতে পারেন। কোন কোন ছবিগুলো কবে রিলিজ করছে কোন প্ল্যাটফর্মে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ott films-february

ott films-february: এই ছবিগুলো দেখা যাবে ফেব্রুয়ারি মাসে... Photograph: (ফাইল চিত্র )

জানুয়ারি মাস শেষ। ফেব্রুয়ারিতে বেশ কিছু ছবি দেখা যাবে Ott তে। যে ছবিগুলো সিনেমাহলে না দেখলেও আপনি দেখে নিতে পারেন OTT platform গুলিতে। গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে নানা ধরনের সিনেমা দেখতে পারেন। কোনটা একদম মজার, আবার কোনোটা ভীষণ ভাল সামাজিক বার্তা দেবে।

Advertisment

সিনেমাহলে গিয়ে, যদি এই সিনেমাগুলো দেখার সুযোগ না হয়ে থাকে, তাহলে এবার Ott রিলিজ দেখে নিতে পারেন। কোন কোন ছবিগুলো কবে রিলিজ করছে কোন প্ল্যাটফর্মে?

দ্যা মেহেতা বয়েস: এই ছবিটি পরিচালনা করেছেন বমন ইরানি। তাঁর সঙ্গে সঙ্গে এই ছবিতে তিনি অভিনয় ও করেছেন। আরেক অভিনেতা অবিনাশ রয়েছেন তাঁর সঙ্গে। এক বাবা এবং ছেলের গল্প। দেখা যাবে আমাজন প্রাইমে। রিলিজ করবে ৭ তারিখ।

মিসেস ( Mrs ): সন্যা মালহোত্রা অভিনীত এই ছবিও রিলিজ করতে চলেছে ৭ তারিখ। রিচা এক অনন্য নৃত্যশিল্পীর গল্প, যার বিয়ের পর, জীবন একদম পাল্টে যায়। সেই ছবি দেখা যেতে চলেছে Zee 5 এ।

Advertisment

ডাকু মহারাজ: উর্বশী রউতেলার ছবি, এই সিনেমা নিয়ে আলোচনা কম হয়নি। বরং বলা উচিত, এই ছবি তাঁর জন্যই সবথেকে বেশি চর্চায় ছিল। এই ছবিতে অভিনয় করেছেন বালাকৃষ্ণ। এবং, এই ছবি দেখা যেতে চলেছে ৯ ফেব্রুয়ারি থেকে, Netflix এ।

ধুম ধাম: ভালবাসার মাস ফেব্রুয়ারি, আর সেই মাসে এমন কোনও ছবি থাকবে না, যা ভালবাসার এক অন্যান্য গল্প শোনাবে। ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধীকে দেখা যাবে এই ছবিতে। সঙ্গে, এই ছবির গল্প আবর্তিত হবে দুজন এমন মানুষকে ঘিরে যারা একে অপরের বিপরীত। দেখা যাবে, Netflix এ।

গেম চেঞ্জার: রামচরণ অভিনীত এই ছবি নিয়ে বিশাল আশা থাকলেও সেই গুড়ে বালি। বরং দক্ষিণী তারকা অভিনীত এই ছবি খুব অল্প সময়ের মধ্যেই এই ছবি OTT প্ল্যাটফর্মে দেখা যেতে চলেছে। এ এক সৎ পুলিশ অফিসারের গল্প। এটি দেখা যাবে, আমাজন প্রাইমে।

web seires OTT
Advertisment