/indian-express-bangla/media/media_files/2025/04/30/J9xd0RWIgXVEV6XNSTyg.jpg)
আসন্ন বেশ কয়েকটি রিলিজ আছে... Photograph: (ফাইল চিত্র )
/indian-express-bangla/media/media_files/2025/04/30/VFfO66lo35tUpTgD4aGd.jpg)
OTT ছাড়া এখন মানুষের পক্ষে বাঁচা সম্ভব না। বলা উচিত, মানুষ এখন সারাদিন OTT তেই মুখ গুঁজে বসে থাকেন। উচিত এখন সিনেমার থেকে বেশি সিরিজের ভক্ত সকলে। সিনেমা হলে গিয়ে এখন সিনেমা দেখার ইচ্ছে না হলেও সিরিজ কিংবা OTT এর লাভার কম নয়।
/indian-express-bangla/media/media_files/2025/04/30/UCRJLTw74HjfyKBn2UyW.jpg)
দেখে নেওয়া যাক, সামনেই কোন কোন কন্টেন্ট Ott তে রিলিজ করতে চলেছে। যার মধ্যে বেশ আকর্ষণীয় কিছু সিনেমা পর্যন্ত রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/04/30/cn9yQBJKsheLgHVl6u5p.jpg)
জন আব্রাহাম অভিনীত দ্যা ডিপলম্যাট নাকি OTT তে রিলিজ করতে চলেছে। প্রায় এক মাস এই ছবি থিয়েটারে চলার পর, খবর এমনই নাকি এই ছবি মে মাসের ৯ তারিখ থেকে দেখা যাবে NETFLIX এ।
/indian-express-bangla/media/media_files/2025/04/30/Khs1eczQHqAHmFXUOUnQ.jpg)
ক্রিমিনাল জাস্টিস সিজন ৪, সামনেই রিলিজ করতে চলেছে। এই সিরিজ পঙ্কজ ত্রিপাঠী অভিনীত অন্যতম ক্লাসিক কল্ট সিরিজ। মাধব মিশ্র তাঁর গল্প এবং জাস্টিসের বিচারকে কোনদিকে এগিয়ে নিয়ে যান, সেটাই দেখার। এই সিরিজে এই সিজনের নাম, ক্রিমিনাল জাস্টিস: দ্যা ফ্যমিলি ম্যাটার। এই সিরিজ রিলিজ করতে চলেছে ২২মে। দেখা যাবে Jiohotstar এ।
/indian-express-bangla/media/media_files/2025/04/30/iBXuAyK0Ss5M4tVrkK31.jpg)
অজিত কুমার এবং ত্রিশা কৃষ্ণনের অভিনীত বহুল প্রতীক্ষিত তামিল অ্যাকশন ছবি 'গুড ব্যাড আগলি' ৮ মে, ২০২৫ তারিখে নেটফ্লিক্সে OTT-তে রিলিজের জন্য প্রস্তুত। অজিত কুমারের অ্যাকশন বিনোদনমূলক এই ছবি যদিও বা, বক্স অফিসে তার সাফল্য ধরে রেখেছে, ২০ দিনের শেষে ভারতে ১৫১.৯২ কোটি টাকা আয় করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/04/30/uy2uNHwLdpjjqDwrXRgJ.jpg)
ওডেলা ২, ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তামান্না ভাটিয়ার অতিপ্রাকৃত থ্রিলার ওডেলা ২, এখন ডিজিটাল মুক্তির জন্য প্রস্তুত। অশোক তেজা পরিচালিত এই ছবি দৃঢ় চিত্রনাট্যের জন্য প্রশংসা কুড়িয়েছে। আগামী ১৬ তারিখ থেকে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে এই সিনেমা দেখা যাবে।
/indian-express-bangla/media/media_files/2025/04/30/dhKzoSBal7p4AZYMzuQt.jpg)
মালায়ালম চলচ্চিত্র নির্মাতা অরুণ ডি. জোস 'ব্রোমান্স'-এ একটি হৃদয়গ্রাহী কমেডি-অ্যাডভেঞ্চার নিয়ে আসছেন। মে মাসের ১ তারিখ থেকে দেখা যাবে এটি sonyliv এ।